ইদুক্কি, 24 ডিসেম্বর: একটি পথদুর্ঘটনায় কমপক্ষে 8 জন পুণ্যার্থীর মৃত্যু হল ৷ গুরুতর জখম হলেন দু'জন ৷ শুক্রবার রাত আনুমানিক 11টা নাগাদ একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে যায় ৷ তার জেরেই ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, তামিলনাড়ু থেকে পুণ্যার্থীদের নিয়ে গাড়িটি কুমিলি-কামবাম রোড (Kumily-Kambam Road) ধরে যাচ্ছিল ৷ কিন্তু পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি ৷ প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে ।
সূত্রে জানা গিয়েছে, শবরীমালা মন্দির (Sabarimala Temple) থেকে তামিলনাড়ুতে ফিরছিলেন পুণ্যার্থীরা ৷ কুমিলি-কামবাম রোডে খুব দ্রুত গতিতে গাড়িটি চলছিল ৷ হঠাৎ সেটি একটি গাছে ধাক্কা মারে এবং পাইপের সঙ্গে সংঘর্ষ হয় ৷ এরপর সেটি খাদে পড়ে যায় ৷ দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি ৷