পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 4, 2022, 10:19 PM IST

Updated : Oct 4, 2022, 10:33 PM IST

ETV Bharat / bharat

Uttarakhand Accident: উত্তরাখণ্ডে নদীতে পড়ল বাস, মৃত 6, আহত 10

উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলায় বাস নদীতে পড়ে মৃত 6, আহত 10 জন এবং 35 জন এখনও নিখোঁজ (Pauri Garhwal Bus Accident) ৷

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত 6
Pauri Garhwal Bus Accident

পাউরি গাড়ওয়াল (উত্তরাখণ্ড): যাত্রীবোঝাই বাস নদীতে পড়ে মৃত্যু হল 6 জনের, আহত 10 জন ৷ তবে 35 জন এখনও নিখোঁজ ৷ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলায় (Pauri Garhwal Bus Accident) ৷

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলায় একটি বিয়ের অনুষ্ঠানের যাওয়ার সময় যাত্রীবোঝাই বাসটি 300 মিটার গভীর নয়ার নদীতে পড়ে যায় ৷ তথ্যমতে, বাসটি লালধাং থেকে করতলার দিকে যাচ্ছিল ৷ মাঝপথে বিরনখাল সিএমডি ব্যান্ডের কাছে এসে চালক বাসের গতি বাড়ায় ৷ বাসটিতে গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়ার নদীতে পড়ে যায় । ঘটনায় ছয় জন মারা যান ৷ আহত হন 10 জন ৷ 35 জন এখনও নিখোঁজ রয়েছে । বাসটি লালধাং থেকে করতলার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷ বাসটিতে প্রায় 50 জনের বেশি যাত্রী ছিল বলে খবর ৷

আরও পড়ুন:ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন

বিরনখালের সিএমডি বাঁধের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়ার নদীতে পড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ও এসডিআরএফ দল। ৷ তাঁরা উদ্ধার কাজে হাত লাগায় ৷ অন্ধকারের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে । এ পর্যন্ত ছয় জনের দেহ উদ্ধার করা হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । একইসঙ্গে গুরুতর আহত 10 জনকে পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ড বিপর্যয় নিয়ন্ত্রণ ঘরে পৌঁছে আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন ।

Last Updated : Oct 4, 2022, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details