নাগপুর, 20 জানুয়ারি : লখনউ থেকে মুম্বইগামী বিমানে মৃত্য়ু হল বছর সাতের এক নাবালিকার ৷ মঙ্গলবার সকালে বাবার সঙ্গে গো-এয়ারের বিমানে চিকিৎসার জন্য় মুম্বই যাচ্ছিল সে। আয়ূষি পুনভাসি প্রজাপতি নামে ওই নাবালিকার শরীরে অ্য়ানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা ছিল ৷ গতকাল মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়ে সে ৷ এরপর নাগপুরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় ৷ সেখান থেকে তাকে স্থানীয় এক সরকারি হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷
হাসপাতালের তরফে জানানো হয়েছে, আয়ূষির মৃত্য়ু হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে ৷ তবে, কী কারণে হৃদরোগে সে আক্রান্ত হল তা জানতে তার ভিসেরা পরীক্ষা করা হবে ৷ তবে, আয়ূষির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা মাত্র 2.5 গ্রাম ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ যা সাধারণত 11 থেকে 12 গ্রাম মাত্রায় থাকা উচিত ৷ ফলে বিমান ওড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপের তারতম্য়ের কারণে, আয়ূষি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের ৷