পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রক্তাল্পতার সমস্য়া নিয়ে বিমান সফর, মাঝ আকাশেই মৃত্য়ু নাবালিকার - লখনউ

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আয়ূষির মৃত্য়ু হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে ৷ তবে, কী কারণে সে হৃদরোগে আক্রান্ত হল তা জানতে, আয়ূষির ভিসেরা পরীক্ষা করা হবে ৷

seven-year-old-girl-suffers-cardiac-arrest-midair-dies
রক্তালপতার সমস্য়া নিয়ে বিমান সফর, মাঝ আকাশেই মৃত্য়ু কিশোরীর

By

Published : Jan 20, 2021, 2:01 PM IST

নাগপুর, 20 জানুয়ারি : লখনউ থেকে মুম্বইগামী বিমানে মৃত্য়ু হল বছর সাতের এক নাবালিকার ৷ মঙ্গলবার সকালে বাবার সঙ্গে গো-এয়ারের বিমানে চিকিৎসার জন্য় মুম্বই যাচ্ছিল সে। আয়ূষি পুনভাসি প্রজাপতি নামে ওই নাবালিকার শরীরে অ্য়ানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা ছিল ৷ গতকাল মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়ে সে ৷ এরপর নাগপুরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় ৷ সেখান থেকে তাকে স্থানীয় এক সরকারি হাসপাতালে ভরতি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, আয়ূষির মৃত্য়ু হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে ৷ তবে, কী কারণে হৃদরোগে সে আক্রান্ত হল তা জানতে তার ভিসেরা পরীক্ষা করা হবে ৷ তবে, আয়ূষির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা মাত্র 2.5 গ্রাম ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ যা সাধারণত 11 থেকে 12 গ্রাম মাত্রায় থাকা উচিত ৷ ফলে বিমান ওড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপের তারতম্য়ের কারণে, আয়ূষি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের ৷

আরও পড়ুন : দেশে দৈনিক সংক্রমণ নামল 10 হাজারে

বিমানবন্দর সংস্থার তরফে বলা হয়েছে, ওই নাবালিকার বাবা বিমান সংস্থাকে তাঁর মেয়ের অ্য়ানিমিয়ার তথ্য় জানাননি ৷ বিমান সংস্থা তার শারীরিক সমস্যার জানলেন আয়ূষি ও তার বাবাকে বিমানে উঠতেই দেওয়া হত না ৷ বিমান পরিষেবার নিয়ম অনুযায়ী, কারও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা 8-10 গ্রামের নিচে থাকলে, সেই ব্য়ক্তিকে বিমানে উঠতে দেওয়া হয় না ৷ এক্ষেত্রে আয়ূষির বাবা মেয়ের অসুস্থতার কথা বিমান সংস্থার কাছে গোপন করাতেই এই পরিণতি হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details