পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Syed Ali Shah Geelani : 91 বছরে প্রয়াত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি - Syed Ali Shah Geelani passes away

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গিলানি ৷ কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ তাছাড়া বয়সজনিত নানা রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে ৷ এরপরে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয় ৷ উল্লেখ্য, 2008 সাল থেকে তিনি গৃহবন্দী ছিলেন ৷

সৈয়দ আলি শাহ গিলানি
সৈয়দ আলি শাহ গিলানি

By

Published : Sep 2, 2021, 6:59 AM IST

নয়া দিল্লি, 1 সেপ্টেম্বর : প্রয়াত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ৷ গতকাল রাত সাড়ে দশটা নাগাদ শ্রীনগরে নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর ৷ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ৷

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গিলানি ৷ কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ তাছাড়া বয়সজনিত নানা রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে ৷ এরপরে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয় ৷ উল্লেখ্য, 2008 সাল থেকে তিনি গৃহবন্দী ছিলেন ৷

প্রায় তিন দশক ধরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গিলানি ৷ পাকিস্তানের মুখপাত্র হিসাবেও কাজ করতেন বলে অভিযোগ ৷ অল পার্টি হুরিয়ত কনফারেন্স দল গঠন করেছিলেন তিনি ৷ কিন্তু, এই বছরের জুন মাস নাগাদ হুরিয়ত কনফারেন্স থেকে ইস্তফা দেন ৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ টুইটে লেখেন, "আমাদের মধ্যে মতের কোনও মিল ছিল না ঠিকই ৷ কিন্তু তাঁর বিশ্বাসে অবিচল থাকা ও একনিষ্ঠতার জন্য আমি তাঁকে শ্রদ্ধা করি ৷ " গিলানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

হায়দারপোরার আশেপাশে তাঁর পছন্দের জায়গায় তাঁকে কবর দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীরে কারফিউর মতো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গিলানির বাসভবনের আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ তাঁর বাড়ি যাওয়ার রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ইন্টারনেট পরিষেবাও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সোপোরেও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details