নয়াদিল্লি, 27 অগস্ট : করোনার বেশ কয়েকটি ভ্যাকসিন বাজারে চলে এসেছে ৷ কিছু ভারতে তৈরি ৷ আবার কিছু বিদেশে তৈরি হয়েছে ৷ বেশ কয়েকটি ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ভারত সরকার ৷ এবার আসতে চলেছে রিলায়েন্সের ভ্যাকসিনও ৷
তবে মুকেশ আম্বানির সংস্থায় তৈরি ওই ভ্যাকসিনকে এখনই ছাড়পত্র দেওয়া হচ্ছে না ৷ আপাতত ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রিলায়েন্স লাইফ সায়েন্সেসে তৈরি ওই ভ্যাকসিনকে ৷ এই ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি বা এসইসি-র তরফে ৷ শুক্রবার এই ছাড়পত্রের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Corona in India : দেশে সংক্রমণ 44 হাজার, কেরালা একাই 30 হাজার
এবার তাদের চূড়ান্ত ছাড়পত্র দেবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বা ডিসিজিআই ৷ সেই ছাড়পত্র পেলেই রিলায়েন্স তাদের তৈরি করোনার ভ্যাকসিনের প্রথম দফার ট্রায়াল শুরু করতে পারবে ৷