পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Reliance Covid Vaccine : মুকেশ আম্বানির সংস্থার করোনা ভ্যাকসিনের ট্রায়ালের ছাড়পত্রের প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির - Covid Vaccine

ভারতে এখনও পর্যন্ত ছ’টি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে ৷ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বা ডিসিজিআই-এর ছাড়পত্র পেলে রিলায়েন্সের ভ্যাকসিন দেওয়া হবে ৷

sec recommends phase 1 clinical trials of reliance covid vaccine
Reliance Covid Vaccine : মুকেশ আম্বানির সংস্থার তৈরি করোনার ভ্যাকসিনের ট্রায়ালের ছাড়পত্রের প্রস্তাব দিল বিশেষজ্ঞ কমিটি

By

Published : Aug 27, 2021, 7:38 PM IST

নয়াদিল্লি, 27 অগস্ট : করোনার বেশ কয়েকটি ভ্যাকসিন বাজারে চলে এসেছে ৷ কিছু ভারতে তৈরি ৷ আবার কিছু বিদেশে তৈরি হয়েছে ৷ বেশ কয়েকটি ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ভারত সরকার ৷ এবার আসতে চলেছে রিলায়েন্সের ভ্যাকসিনও ৷

তবে মুকেশ আম্বানির সংস্থায় তৈরি ওই ভ্যাকসিনকে এখনই ছাড়পত্র দেওয়া হচ্ছে না ৷ আপাতত ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রিলায়েন্স লাইফ সায়েন্সেসে তৈরি ওই ভ্যাকসিনকে ৷ এই ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি বা এসইসি-র তরফে ৷ শুক্রবার এই ছাড়পত্রের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Corona in India : দেশে সংক্রমণ 44 হাজার, কেরালা একাই 30 হাজার

এবার তাদের চূড়ান্ত ছাড়পত্র দেবে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বা ডিসিজিআই ৷ সেই ছাড়পত্র পেলেই রিলায়েন্স তাদের তৈরি করোনার ভ্যাকসিনের প্রথম দফার ট্রায়াল শুরু করতে পারবে ৷

জানা গিয়েছে,এই ট্রায়াল দেশের 10টি জায়গায় হবে ৷ তার মধ্যে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লিতে ৷ প্রথম দফার ট্রায়াল চলে 58 দিন ৷ এতে দেখা হয় যে একজন রোগী কতটা পরিমাণ ডোজ সহ্য করতে পারেন ৷

আরও পড়ুন :Corona update : দেশে দৈনিক করোনা সংক্রমণ চল্লিশ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু প্রায় দ্বিগুণ

প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত ছ’টি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে ৷ তার মধ্যে রয়েছে সেরামের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন, জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক ভি, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন ৷

ইতিমধ্যে সরকারি তত্ত্বাবধানে কোভ্যাকসিন ও কোভিশিল্ড দেওয়ার কাজ চলছে ৷ এছাড়া বেসরকারি ভাবে স্পুটনিক ভি-ও দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন :Corona in India : গতকালের তুলনায় সামান্য বাড়ল সংক্রমণ, কমল দৈনিক মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details