নয়াদিল্লি, 12 জানুয়ারি : পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় আজ বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের রায় দেবে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠনের রায় দেবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ (Supreme Court will Constitute a Committee Headed by Retired SC Judge) ৷ প্রসঙ্গত, গত 5 জানুয়ারি পঞ্জাব সফরে প্রধানমন্ত্রীর কনভয়কে একটি উড়ালপুলের মাঝে দাঁড়িয়ে যেতে হয় ৷ যে ঘটনায় পঞ্জাব সরকার এবং কেন্দ্র তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ সেই সব তদন্ত আগেই বন্ধ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ আজ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নতুন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানাবে আদালত ৷ (Retired SC Judge will Investigate Security Lapse of PM) ৷
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির ঘটনায় সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল ৷ সেই মামলায় পঞ্জাব সরকার এবং কেন্দ্রের গঠিত তদন্ত কমিটির উপর বিশ্বাস দেখাতে পারেনি সুপ্রিম কোর্ট ৷ ফলে সেই সব তদন্ত কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় আদালত ৷ বদলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের কথা বলেন প্রধান বিচারপতি (SC to pronounce order on Investigation committee) ৷ সেই সঙ্গে কেন্দ্র ও পঞ্জাব সরকারের গঠিত কমিটির তদন্ত বন্ধ করার নির্দেশ দেয় আদালত ৷
আরও পড়ুন : SC On PM Security Breach : প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত শীর্ষ আদালতের