নয়াদিল্লি, 7 নভেম্বর: ঝাড়খণ্ড সরকার (Jharkhand Government) ও সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের (Hemant Soren) আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ একই সঙ্গে খনির লিজ দেওয়া সংক্রান্ত মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টের (Jharkhand High Court) নির্দেশও সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের হাতেই রয়েছে খনি দফতরও (Jharkhand Mining Lease Row) ৷ সেই দফতরের দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি নিজের নামে সরকার থেকে খনির লিজ নিয়েছেন ৷ যা বেআইনি বলে অভিযোগ ৷ এই নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয় ঝাড়খণ্ড হাইকোর্টে ৷ এই নিয়ে তদন্তের দাবি করা হয় ৷
তখনই এই জনস্বার্থ মামলার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে ৷ গত মে মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে জনস্বার্থ মামলার বৈধতার বিষয়টি আগে ঠিক করুক সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট ৷ গত জুনে ওই আবেদন বৈধ বলে জানিয়ে দেয় ঝাড়খণ্ডের উচ্চ আদালত ৷