পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sarla Thakral : ভারতের প্রথম মহিলা পাইলট, সরলাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ডুডল গুগলের - সরলা ঠাকরালের 107তম জন্মদিন

16 বছরে বিয়ে ৷ যে পরিবারে বিয়ে হল, সেখানে চারদিকে সবাই আকাশে উড়ে বেড়ায় ৷ তিনিও চাইলেন, প্রশিক্ষণে সাহায্য করলেন স্বামী ৷ ব্যস শাড়ি পরে কোমর বেঁধে উঠে পড়লেন জিপসি মথে ৷

পাইলট সরলা ঠাকরাল
পাইলট সরলা ঠাকরাল

By

Published : Aug 8, 2021, 1:27 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট : একজন মহিলা এয়ারক্রাফ্টে উড়ে যাচ্ছেন, চোখে বিশেষ চশমা, উড়ছে হলুদ আঁচল ৷ গুগল হোমপেজ খুললেই চোখে পড়ছে এই ডুডল ৷ ছবিটি এঁকেছেন বৃন্দা জাভেরি (Vrinda Zaveri) ৷ কে এই মহিলা যাঁকে শ্রদ্ধা জানিয়েছে গুগল এই ডুডল বানিয়েছে ?

ইনি সরলা ঠাকরাল (Sarla Thukral) ৷ 1914 সালে ব্রিটিশ শাসনকালে দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি ৷ পরে লাহোরে চলে যান (বর্তমান পাকিস্তান) ৷ আজ তাঁর 107তম জন্মদিন ৷

1936-এ মাত্র 21 বছর বয়সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সরলা "পাইলট লাইসেন্স" পেয়েছিলেন ৷ আর শাড়ি পরে একা "জিপসি মথ" (Gypsy Moth) নামক এয়ারক্রাফ্ট নিয়ে উড়ে গিয়েছিলেন আকাশে ৷ আকাশ এবার মেয়েদেরও ৷ আকাশের খবর ছড়িয়ে পড়ল দুনিয়ায় ৷ সে সময় তিনি 4 বছরের এক কন্যার মা ৷ প্রচলিত প্রবাদ প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে, এক্ষেত্রে হয়েছিল উল্টোটা ৷

16 বছর বয়সে তাঁর বিয়ে হয় পি ডি শর্মা-র (P D Sharma) সঙ্গে ৷ ঘটনাচক্রে পাইলট শর্মা ভারতে প্রথম এয়ারমেল পাইলট-এর (Airmail Pilot) লাইসেন্স অর্জন করেছিলেন ৷ তিনি ব্রিটিশ শাসনাধীন ভারতে এয়ারমেল বিমান নিয়ে করাচি থেকে লাহোরে গিয়েছিলেন ৷ শর্মার পরিবারেই ন'জন পাইলট রয়েছেন ৷

আরও পড়ুন : Rabindranath Tagore : বাইশে শ্রাবণে কার্যত ম্লান শান্তিনিকেতন

এত জন উড়তে থাকা মানুষের মাঝে এসে সরলার মনেও আকাশ ছোঁয়ার ইচ্ছে জাগল, তাঁর উৎসাহে ঘৃতাহুতি দিলেন পাইলট স্বামী ৷ ব্যস, যে সময় ভারতে মেয়েরা লেখাপড়ার কথাও ভাবতে পারতেন না, সেই সময় তিনি আকাশ ছুঁলেন, ইতিহাস তৈরি করলেন ৷ লাহোর ফ্লাইং ক্লাবের (Lahore Flying Club) ছাত্রী হিসেবে এয়ারক্রাফ্টে (Aircraft) 1000 ঘণ্টা সময় ধরে ওড়ার রেকর্ড গড়ে "এ" (A) লাইসেন্স পেলেন পাইলট সরলা ৷

তবে তাঁর স্বপ্নের উড়ান দীর্ঘস্থায়ী হয়নি ৷ 1939-এ স্বামী ক্যাপ্টেন শর্মা মারা গেলেন ৷ এরপর কমার্শিয়াল পাইলটের (Commercial Pilot) লাইসেন্স পাওয়ার চেষ্টা করেছিলেন তরুণী বিধবা সরলা ৷ কিন্তু ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ (2nd World War) শুরু হয়েছে ৷ তাই এবার পারলেন না তিনি ৷ সন্তান মানুষ করতে হবে, রোজগারের সন্ধানে পাড়ি দিলেন লাহোরে ৷ সেখানে "মেয়ো স্কুল অফ আর্ট"-এ (Mayo School of Art) "বেঙ্গল স্কুল অফ পেন্টিং"-এ (Bengal School of Painting) প্রশিক্ষণ নিয়ে ডিপ্লোমা ডিগ্রি পেলেন ৷

স্বাধীনতার পর তিনি দিল্লি ফিরে আসেন ৷ দ্বিতীয়বার বিয়ে করেন আর পি ঠাকরালকে (R P Thukral) ৷ পরে তিনি একজন চিত্রশিল্পী, সফল শিল্পপতি হিসেবেও খ্যাত হয়েছিলেন ৷ তাঁর আরেক নাম "মাটি" (Mati) ৷ আজকের মহিলাদের অর্ধেক আকাশ চিনিয়েছিলেন, ওড়ার স্বপ্ন দেখানোর পথিকৃৎ সরলা ৷

ABOUT THE AUTHOR

...view details