পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rocket Launcher Attack: তরন তারনের পুলিশ স্টেশনে রকেট লঞ্চার হামলা ! - পঞ্জাবে পুলিশ স্টেশনে হামলা

রকেট লঞ্চার জাতীয় কোনও অস্ত্র দিয়ে সরাসরি থানায় হামলা চালানো হয়েছে ৷ ঘটনাস্থল পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তের তরন তারন জেলা । (Rocket launcher attack on police station in Tarn Taran) ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Rocket Launcher Attack
ETV Bharat

By

Published : Dec 10, 2022, 8:27 AM IST

Updated : Dec 10, 2022, 9:50 AM IST

চণ্ডীগড়, 10 ডিসেম্বর: পুলিশ স্টেশনে রকেট লঞ্চার হামলা ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তরনতারন জেলার সরহালি থানায় ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী থানা ভবনটির কাচ ভেঙে গিয়েছে ৷ কে বা কারা আক্রমণ করেছে, তা এখনও জানা যায়নি ৷ তদন্তে নেমেছে পুলিশ (Rocket launcher attack on police station Punjab) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, রকেট লঞ্চার বা ওই ধরনের কোনও (A rocket launcher-type weapon) অস্ত্র আরপিজি গ্রেনেড তরন তারন জেলার থানায় ছুঁড়েছে কেউ বা কারা ৷ অমৃতসর-ভাতিন্ডা হাইওয়েতে অবস্থিত সারহালি পুলিশ স্টেশনে রাত আনুমানিক 1টা নাগাদ এই হামলা হয় ৷ তরনতারন জেলাটি এমনিতেই ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত ৷

আরও পড়ুন: ভারত-পাক সীমান্তের তরন তারনে 3 কেজি হেরোইন-সহ ড্রোন উদ্ধার

কারও প্রাণহানি অথবা জখম হওয়ার খবর পাওয়া যায়নি ৷ তবে থানার দরজা, জানলার কাচ ভেঙে গিয়েছে ৷ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের উচ্চাধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ এর আগে মে মাসে রকেট প্রপেলড গ্রেনেড ছোড়া হয়েছিল মোহালিতে পঞ্জাবের ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে ৷

Last Updated : Dec 10, 2022, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details