রাঁচি, 21 ফেব্রুয়ারি : পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের কারাদণ্ড হল লালুপ্রসাদ যাদবের (RJD Leader Lalu Prasad Yadav gets to 5 years jail in Doranda Fodder Scam) ৷ সোমবার রাঁচির বিশেষ সিবিআই আদালত এই রায় দিয়েছে ৷ একই সঙ্গে তাঁকে 60 লক্ষ টাকা জরিমানাও দিতে হবে বলে আদালত জানিয়েছে ৷ কয়েকদিন আগেই ডোরান্ডা ট্রেজারির 139 কোটিরও বেশি টাকা তছরূপের (Doranda Fodder Scam) অভিযোগে দোষী সাব্যস্ত হন আরজেডি প্রধান ৷ সেই মামলার রায় বের হল আজ ৷
এবছর 29 জানুয়ারি আদালতে এই মামলার সওয়াল-জবাব পর্ব শেষ হয় ৷ কিন্তু রায় ঘোষণা করেনি কোর্ট ৷ কয়েকদিন আগে লালুপ্রসাদ যাদবকে এই মামলায় দোষী হিসেবে ঘোষণা করে আদালত ৷ আজ, সাজা ঘোষণা হল ৷ এর আগে অন্য 4টি পশুখাদ্য মামলায় 14 বছরের জেল খেটেছেন লালুপ্রসাদ ৷
2021-র ফেব্রুয়ারি মাস থেকে এই মামলার শুনানি চলছে ৷ সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারপতি এস কে শশী লালুপ্রসাদ-সহ 99 জনের বিরুদ্ধে শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন ৷ এই মামলায় 170 জন অভিযুক্তের মধ্যে 55 জন মারা গিয়েছেন ৷ 7 জন সরকারি পক্ষে সাক্ষী হয়েছেন ৷ 2 জন তাঁদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন এবং 6 জন পালিয়ে গিয়েছেন ৷