চামোলি, 16 ফেব্রুয়ারি : হিমবাহ ধসের পর দশদিন কেটে গেল । জোশিমঠে এখনও চলছে উদ্ধারকাজ । হিমবাহ ধসে চাপা পড়ে যাওয়া মানুষদের খুঁজে বের করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, 58 জনের দেহ উদ্ধার করা হয়েছে । কিন্তু 148 জনের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না ।
এর আগে এনটিপিসি জলবিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর উজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছিলেন, তপোবন সুড়ঙ্গের 135 মিটার ভিতর পর্যন্ত উদ্ধারকারী দল পৌঁছাতে পেরেছে । দেহগুলিকে খুব সাবধানে বাইরে বের করে আনা হচ্ছে, যাতে মৃতদের পরিবারের কাছে, তাঁদের দেহ পৌঁছে দেওয়া যায় ।