পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে চলছে উদ্ধারকাজ, এখনও নিখোঁজ 146

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ । এখনও 146 জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । সময় যত বাড়ছে, ধসে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা তত কমে আসছে ।

উত্তরাখণ্ডে হিমবাহ ধস
উত্তরাখণ্ডে হিমবাহ ধস

By

Published : Feb 16, 2021, 8:50 AM IST

চামোলি, 16 ফেব্রুয়ারি : হিমবাহ ধসের পর দশদিন কেটে গেল । জোশিমঠে এখনও চলছে উদ্ধারকাজ । হিমবাহ ধসে চাপা পড়ে যাওয়া মানুষদের খুঁজে বের করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, 58 জনের দেহ উদ্ধার করা হয়েছে । কিন্তু 148 জনের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না ।

এর আগে এনটিপিসি জলবিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ডিরেক্টর উজ্জ্বল ভট্টাচার্য জানিয়েছিলেন, তপোবন সুড়ঙ্গের 135 মিটার ভিতর পর্যন্ত উদ্ধারকারী দল পৌঁছাতে পেরেছে । দেহগুলিকে খুব সাবধানে বাইরে বের করে আনা হচ্ছে, যাতে মৃতদের পরিবারের কাছে, তাঁদের দেহ পৌঁছে দেওয়া যায় ।

মাঝে নদীতে জলস্তর বেড়ে যাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল । উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে চামোলির রাইনি গ্রামে একটি অ্য়ালার্ম লাগানোর ব্যবস্থা করেছে । জলস্তর বেড়ে গেলে এই অ্যালার্ম বেজে উঠবে ।

আরও পড়ুন : আরও 12 জনের দেহ উদ্ধার, উত্তরাখণ্ডে মৃত বেড়ে 50

নন্দাদেবীতে হিমবাহ ধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডে ৷ অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে বন্যা দেখা দেয় । ঘটনায় দু’টি জলবিদ্যুৎ কেন্দ্র ও পাঁচটি সেতু ভেসে চলে গিয়েছে ৷ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে প্রচুর ঘর-বাড়ি ।

ABOUT THE AUTHOR

...view details