পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ramoji Film City: 8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন - রামোজি ফিল্ম সিটি খুলছে

আগামী 8 অক্টোবর থেকে খুলছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ বিনোদনের পসরা সাজিয়ে ও কোভিড সুরক্ষা (Covid Safety) মেনে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি ৷

Ramoji Film City to reopen on 8th October for Tourist
8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি

By

Published : Oct 4, 2021, 2:18 PM IST

Updated : Oct 4, 2021, 8:09 PM IST

হায়দরাবাদ, 4 অক্টোবর: বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিয়ো কমপ্লেক্স ও পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন আবারও প্রাণ ফিরে পাচ্ছে ৷ আগামী 8 অক্টোবর থেকে সিনে ম্যাজিক, আনন্দ ও রকমারি মজার পসরা সাজিয়ে খুলতে চলেছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ করোনা (Coronavirus) আবহের পর আবারও পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ভ্রমণের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছে হায়দরাবাদের এই ঐতিহ্য ৷

ভিন্ন ছুটির স্বাদ

ছুটি কাটানোর অনন্য জায়গা রামোজি ফিল্ম সিটি ৷ ফিল্মি সেট, ফান রাইড, গেমস, স্টান্ট-সহ একাধিক বিনোদনের ডালি একই জায়গায় সাজানো রয়েছে সেখানে ৷ যা পর্যটকদের ভিন্ন স্বাদের ছুটি উপহার দেবে ৷

রামোজি ফিল্ম সিটির সফরে স্পেস যাত্রা, শিশুদের জন্য বিশেষ আকর্ষণ, রোমাঞ্চকর অনুভূতির আধার সাহস, পাখি ও প্রজাপতিদের পার্কে ইকো-টুর, এককথায় মনোরঞ্জনের যাবতীয় উপাদান মিলবে একই জায়গায় ৷

পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ নিঃসন্দেহে বাহুবলীর দুরন্ত সেট ৷ এ ছাড়াও ঘুরে বেড়ানোর পাশাপাশি রয়েছে পেট পুরে ভোজনের আয়োজনও ৷ রকমারি খাবারের রেস্তরাঁ, ফুড কোর্ট, রয়েছে সবই ৷

আরও পড়ুন:Ramoji Film City: পুজোর মুখে খুলছে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি, যাচ্ছেন তো ?

থাকার ব্যবস্থা

একদিনে গোটা সফরের রসাস্বাদন করতেই হবে তার কোনও মানে নেই ৷ কয়েকদিন সেখানে থেকে তারিয়ে তারিয়ে সফর উপভোগ করারও আয়োজন রয়েছে ৷ বিলাসবহুল থেকে অত্যন্ত স্বল্প ভাড়াতেও থাকার ব্যবস্থা রেখেছে রামোজি ফিল্ম সিটি ৷

কোভিড সুরক্ষা

করোনা আবহ কাটিয়ে দীর্ঘদিন পর খুলছে এই ফিল্মি শহর ৷ কাজেই কোভিড সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ অতিথিরা যাতে নিরাপদে নিশ্চিন্তে বেড়ানোর আনন্দ নিতে পারেন, সে জন্য যাবতীয় সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে ৷ কাজেই বন্ধুবান্ধব ও পরিবারকে নিয়ে ফিল্মি আবহে দারুণ মনোরঞ্জনের সাক্ষী থাকুন, উৎসবের ছুটিতে ঘুরে আসুন রামোজি ফিল্ম সিটিতে ৷

বিশদে জানতে লগ ইন করুন এখানে www.ramojifilmcity.com, অথবা ফোন করুন 1800 120 2999 নম্বরে ৷

Last Updated : Oct 4, 2021, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details