হায়দরাবাদ, 4 অক্টোবর: বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিয়ো কমপ্লেক্স ও পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন আবারও প্রাণ ফিরে পাচ্ছে ৷ আগামী 8 অক্টোবর থেকে সিনে ম্যাজিক, আনন্দ ও রকমারি মজার পসরা সাজিয়ে খুলতে চলেছে রামোজি ফিল্ম সিটি (Ramoji Film City) ৷ করোনা (Coronavirus) আবহের পর আবারও পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ভ্রমণের জন্য সবাইকে স্বাগত জানাচ্ছে হায়দরাবাদের এই ঐতিহ্য ৷
ভিন্ন ছুটির স্বাদ
ছুটি কাটানোর অনন্য জায়গা রামোজি ফিল্ম সিটি ৷ ফিল্মি সেট, ফান রাইড, গেমস, স্টান্ট-সহ একাধিক বিনোদনের ডালি একই জায়গায় সাজানো রয়েছে সেখানে ৷ যা পর্যটকদের ভিন্ন স্বাদের ছুটি উপহার দেবে ৷
রামোজি ফিল্ম সিটির সফরে স্পেস যাত্রা, শিশুদের জন্য বিশেষ আকর্ষণ, রোমাঞ্চকর অনুভূতির আধার সাহস, পাখি ও প্রজাপতিদের পার্কে ইকো-টুর, এককথায় মনোরঞ্জনের যাবতীয় উপাদান মিলবে একই জায়গায় ৷
পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ নিঃসন্দেহে বাহুবলীর দুরন্ত সেট ৷ এ ছাড়াও ঘুরে বেড়ানোর পাশাপাশি রয়েছে পেট পুরে ভোজনের আয়োজনও ৷ রকমারি খাবারের রেস্তরাঁ, ফুড কোর্ট, রয়েছে সবই ৷