পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ramoji Film City: এফএসএসএআই-এর 'ইট রাইট ক্যাম্পাস' পুরস্কার জিতল রামোজি ফিল্ম সিটি - রামোজি ফিল্ম সিটি

এফএসএসএআই-এর 'ইট রাইট ক্যাম্পাস' পুরস্কার (Eat Right Campus Award) জিতল রামোজি ফিল্ম সিটি (RFC)৷ 2018 সালের 10 জুলাই শুরু হয়েছিল 'দ্য ইট রাইট মুভমেন্ট' ৷

Ramoji Film City ETV Bharat
রামোজি ফিল্ম সিটির ছবি

By

Published : Dec 22, 2022, 12:33 PM IST

হায়দরাবাদ, 22 ডিসেম্বর:কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র থেকে মর্যাদাপূর্ণ 'ইট রাইট ক্যাম্পাস অ্যাওয়ার্ড' (Eat Right Campus Award) জিতে নিল হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি (RFC)। গোটা দেশের স্বাস্থ্যের মান বাড়ানোর অভিযান চলাকালীন FSSAI-এর পুরস্কার বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিয়ো কমপ্লেক্স আরএফসি-র (Ramoji Film City) মুকুটে আরও একটা পালক জুড়ে দিল ৷

2018 সালের 10 জুলাই 'দ্য ইট রাইট মুভমেন্ট' শুরু করে এফএসএসএআই ৷ এই অভিযানের স্লোগান রাখা হয় 'শাহী ভোজন, বেহতর জীবন' ৷ জাতীয় স্বাস্থ্য নীতির একটা অংশ হিসেবে দেশের স্বাস্থ্যের মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয় ৷ রামোজি ফিল্ম সিটির প্রাঙ্গণ থেকে মেলা যাবতীয় খাবারের ক্ষেত্রে খাদ্যের মান ও সুরক্ষা সংক্রান্ত সব নির্দেশিকা মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কর্তৃপক্ষ ৷

1,666 একর জমিতে বিস্তৃত বিশাল আকারের রামোজি ফিল্ম সিটি বর্তমানে বিশ্বের বৃহত্তম সমন্বিত ফিল্ম সিটি হিসেবে পরিচিত ৷ এটি হল দেশের একমাত্র থিমকেন্দ্রিক ছুটি কাটানোর গন্তব্যস্থল ৷ থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেল ছাড়াও 15টি রেস্তোরাঁ রয়েছে রামোজি ফিল্ম সিটিতে ৷

আরও পড়ুন:রামোজি ফিল্ম সিটিতে উইন্টার ফেস্ট, 29 জানুয়ারি পর্যন্ত বিশেষ উদযাপন

এই সব হোটেল ও রেস্তোরাঁয় খুঁটিয়ে খুঁটিয়ে অডিট করেছে এফএসএসএআই ৷ খাদ্য সুরক্ষার বিধি ধারাবাহিক ভাবে মেনে চলার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আরএফসি 'ইট রাইট ক্যাম্পাস' হিসেবে স্বীকৃতি পেয়েছে ৷ আরএফসি প্রাঙ্গণের স্টার হোটেলগুলি স্বচ্ছ ও সংক্রমণমুক্ত হওয়ায় শংসাপত্র পেয়েছে ৷

দেশে প্রাণঘাতী অসুখের সঙ্গে লড়াই করার জন্য জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এফএসএসএআই-এর 'দ্য ইট রাইট মুভমেন্ট' শুরু করা হয়েছিল ৷ এই উদ্যোগের দ্বারা সুরক্ষিত, স্বাস্থ্যকর খাদ্যের উপর বিশেষ জোর দেওয়া হয় ৷ যা দেশের সামাজিক ও আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details