পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Parliament Building: নতুন সংসদ ভবনে তেরঙা উত্তোলন করবেন উপরাষ্ট্রপতি, থাকছেন না খাড়গে - national flag hoisting

আজ নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ তবে এই অনুষ্ঠানে থাকছেন না কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷

ETV Bharat
নতুন সংসদ ভবন

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 7:13 AM IST

Updated : Sep 17, 2023, 9:10 AM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করবেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় ৷ আগামিকাল, 18 সেপ্টেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে ৷ 23 সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিন ধরে চলা এই অধিবেশন সংসদের পুরনো ভবনে শুরু হলেও পরে নতুন ভবনে হবে বলে জানা গিয়েছে ৷ পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সোমবার এই বিশেষ অধিবেশন শুরুর আগের দিন আজ নতুন সংসদ ভবনের উপরে গজদ্বারে তেরঙা উত্তোলন করবেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ধনকড় ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, ভি মুরলিধরন ৷ এছাড়া রাজ্যসভা এবং লোকসভার সাংসদ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারাও থাকবেন ৷

তবে জাতীয় কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দিয়েছেন, তিনি এই জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না ৷ প্রবীণ কংগ্রেস নেতার দাবি, তাঁকে অনেক দেরিতে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ শনিবার রাজ্যসভার মহাসচিব পিসি মোদিকে একটি চিঠি দিয়ে খাড়গে জানান, তিনি 15 সেপ্টেম্বর সন্ধ্যায় এই নিমন্ত্রণ পেয়েছেন ৷ এই প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে লেখেন, "আমি অত্যন্ত হতাশ ৷ নতুন সংসদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান হবে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনি আমায় আমন্ত্রণ জানিয়েছেন ৷ তবে 15 সেপ্টেম্বর সন্ধ্যায় আমি আপনার আমন্ত্রণ পেয়েছি ৷"

আরও পড়ুন: বিজেপির ইন্ধনে হিংসার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, অভিযোগ খাড়গের

অশীতিপর কংগ্রেস সভাপতি আরও লেখেন, " আমি এখন হায়দরাবাদে ৷ এখানে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠক চলছে ৷ 16 সেপ্টেম্বর শুরু হওয়া এই বৈঠক আজ শেষ হবে ৷ এরপর 17 সেপ্টেম্বর রাতে দিল্লি ফিরব ৷ তাই রবিবার সকালের এই অনুষ্ঠানে হাজির থাকা আমার পক্ষে সম্ভব নয় ৷" প্রসঙ্গত, নতুন সংসদ ভবনটি পুরনো ভবনের পাশেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটির উদ্বোধন করেন ৷

Last Updated : Sep 17, 2023, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details