রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আশাবাদী রাজ্যবর্ধন সিং রাঠোর জয়পুর, 25 নভেম্বর: আজ সকাল 7টা থেকে রাজস্থানে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ 5.26 কোটিরও বেশি ভোটার 199টি আসনে 1 হাজার 863 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ বিদায়ী কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলত আশাবাদী মরুরাজ্যে কংগ্রেস ফিরবে ৷ এদিকে বিজেপিও শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালিয়েছে ৷
আজ সকালে ভোটকেন্দ্রে নিজের ভোটটি দিতে এসেছিলেন কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর ৷ তাঁর মুখোমুখি হন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ মরুরাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কী বললেন ?
সরকার গঠনে নিজের ভোটটি দিয়ে রাজ্যবর্ধন ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "কংগ্রেস পাঁচ বছর ধরে শুধু নিজের জন্য কাজ করে গিয়েছে ৷ কিন্তু বিজেপি সাধারণ মানুষের জন্য কাজ করবে ৷ বিধানসভা নির্বাচনে রাজ্যের মৌলিক চাহিদাগুলি গুরুত্বপূর্ণ ৷ রাজস্থানে অপরাধ, বেকারত্ব বেড়ে চলেছে ৷ এই সমস্যাগুলির সমাধানেই মানুষ ভোট দেবে ৷ কংগ্রেস সরকার পাঁচ বছর ধরে যে পাপ করেছে, এই নির্বাচনে তার হিসেবে নেবে মানুষ ৷"
তাঁর অভিযোগ, "আমার বিধানসভা কেন্দ্রে খাবার জল নেই, বড়ো হাসপাতাল নেই, রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ এরকম আরও অনেক সমস্যার সমাধান কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন করেনি ৷"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে রাঠোর বলেন, "আমাদের কাছে দেশের সবচেয়ে জনপ্রিয় চেহারার মানুষ রয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন ৷ তিনি একজন দারুণ নেতা আর তাই বিজেপি তাঁকে সামনে রেখে এই নির্বাচনে লড়ছে ৷ রাজস্থানের মানুষ নিজের মনের কথা বলে দিয়েছে ৷ এই অহঙ্কারী, দুর্নীতিপরায়ণ আর যুবসমাজের বিরোধী সরকারের বদল হবে ৷" রাজ্যবর্ধন সিং রাঠোর ঝোটওয়াড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের অভিষেক চৌধুরী এবং নির্দল প্রার্থী আশিস সুরপুরা ৷
আরও পড়ুন:
- আজ রাজস্থানের 199 কেন্দ্রে ভোটগ্রহণ, মরুরাজ্যে যুযুধান বিজেপি-কংগ্রেস
- 'বিজেপি এলে আমাদের প্রকল্পগুলি বন্ধ হবে', ভোটের রাজস্থানে শঙ্কিত গেহলত! শুভেচ্ছা বার্তা মোদির
- 683 কোটি অনুদান পেয়ে দেশের আঞ্চলিক দলগুলোর মধ্যে এগিয়ে বিআরএস, জানাল কমিশন