নয়াদিল্লি, 10 অক্টোবর : জনসমক্ষে থুথু ফেলার বদ অভ্যাস ভারতের বহু মানুষের মধ্যে রয়েছে ৷ বিশেষ করে রেল পরিসরে পান ও গুটকা খেয়ে থুথু ফেলে দৃশ্য দূষণের মত ন্যক্কারজনক কাজকর্ম বহু মানুষের মধ্যে রয়েছে ৷ করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধ করতে মহামারি আইন প্রয়োগ করেও এই বদ অভ্যাস রোধ করা যায়নি ৷ তাই এর থেকে সুরাহা পেতে পকেটে নিয়ে ঘোরা যাবে এমন বায়োডিগ্রেডেবল স্পিটটুন বা থুথু ফেলার কৌটো আনল ভারতীয় রেল ৷ যা পুনর্ব্যবহারযোগ্য ৷
শুধু তাই নয়, সবুজায়নের লক্ষ্যে ওই স্পিটটুনের সঙ্গে একটি করে বীজ দেওয়া হচ্ছে ৷ যখন ওই বায়োডিগ্রেডেবল স্পিটটুনটি যখন নষ্ট হয়ে যাবে, সেটিকে ফেলে দেওয়ার পর তার থেকে উদ্ভিদের জন্ম হবে ৷ আর এই প্রকল্পের জন্য ভারতীয় রেল প্রায় 1200 কোটি টাকা খরচ করছে ৷ সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল ব্যবহার করা হচ্ছে রেল স্টেশনে থুথু ফেলার কারণে হওয়া দাগ পরিষ্কার করার জন্য ৷ বিশেষ করে পান এবং গুটকার দাগ পরিষ্কার করতে ৷
আরও পড়ুন : Delhi high alert : উৎসবে জঙ্গি হামলার সম্ভাবনা, রাজধানীজুড়ে নিরাপত্তার ঘেরাটোপ