দিল্লি, 13 জানুয়ারি : দিল্লির সীমানায় কৃষক আন্দোলন নিয়ে আবারও কেন্দ্র সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, আন্দোলনরত অবস্থায় মৃত 60 কৃষকের মৃত্য়ু কেন্দ্র সরকারকে বিব্রত করে না ৷ তবে, 26 জানুয়ারি কৃষকদের ট্রাক্টর মিছিল সরকারকে বিব্রত করছে ৷ আজ এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন রাহুল ৷ নিজের টুইটারে এই পোস্টটি করেন কংগ্রেস নেতা তথা সাংসদ ৷
রাহুল গান্ধী তাঁর টুইটে লেখেন, ‘‘মোদি সরকার 60 জন আন্দোলকারী কৃষকের মৃত্য়ুতে লজ্জিত নয়, কিন্তু তাঁদের ট্রাক্টর মিছিলে বিব্রতবোধ করছে সরকার ৷’’ প্রসঙ্গত আগামী 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের আগে, গত 7 জ়ানুয়ারি একটি অনুশীলন মিছিলের আয়োজন করে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ দিল্লির সীমানায় সেই মিছিল করেন কৃষকরা ৷ তবে, গতকাল সুপ্রিম কোর্ট নয়া কৃষি আইনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ একই সঙ্গে সরকারকে একটি কমিটি গঠন করে, আইনটি নিয়ে আলোচনা করে দু’মাসের মধ্য়ে একটি রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে ৷