পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Over Bharat Jodo Yatra: 'ভারত জোড়ো যাত্রা ঠেকাতে করোনার অজুহাত দিচ্ছে কেন্দ্র', আক্রমণ রাহুলের - Bharat Jodo Yatra New Delhi News

ভারত জোড়ো যাত্রা থেকে করোনার সংক্রমণ ছড়াতে পারে ৷ এই আশঙ্কায় রাহুল গান্ধিকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ এ নিয়ে কী বললেন কংগ্রেস নেতা (Rahul over Covid in Bharat Jodo Yatra) ?

Rahul Gandhi
ETV Bharat

By

Published : Dec 24, 2022, 9:40 AM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: দিল্লিতে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা ৷ শনিবার ভোরে রাজধানীতে রাহুল গান্ধি দেশবাসীর কাছে আর্জি জানান, বিজেপির মতো ভয় আর ঘৃণা নয়, ছড়িয়ে দিতে হবে ভালোবাসা ৷ এদিকে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা থেকে কোভিড সংক্রমণ বাড়তে পারে, এই আশঙ্কা প্রকাশ করে রাহুলকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ রাজস্থানে ভারত জোড়ো যাত্রার শেষ দিন 20 ডিসেম্বর ওই রাজ্যের তিন বিজেপি সাংসদের স্বাক্ষরিত এই চিঠি পৌঁছয় মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও রাহুল গান্ধির কাছে (Rahul Gandhi slams BJP Government over Covid Infection) ৷

শুক্রবার এ নিয়ে রাহুল মোদি সরকারকে আক্রমণ করে জানান, শাসকদল ভারতের অন্য সব জায়গায় সভা করছে ৷ শুধু যেখান যেখান দিয়ে ভারত জোড়ো যাত্রা যাচ্ছে, সেখানে কোভিড সংক্রমণ হতে পারে, এই অভিযোগ তুলছে ৷ কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রাকে বন্ধ করতে কোভিড একটা 'অজুহাত' মাত্র ৷ শুক্রবার হরিয়ানায় ভারত জোড়ো যাত্রা শেষ হয় ৷ এরপর সন্ধ্যায় রাহুল বলেন, "এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে চিঠি লিখে জানাচ্ছেন, কোভিড ফিরে এসেছে ৷ ভারতের বাকি অংশে বিজেপি চাইলেই যত খুশি সভা করতে পারে কিন্তু যে পথ দিয়ে ভারত জোড়ো যাত্রা যাচ্ছে, সেখানেই করোনার ভয় ৷"

আরও পড়ুন: কোভিড বিধি মেনে চলুন! নতুবা বন্ধ হোক ভারত জোড়ো যাত্রা, আর্জি কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details