নয়াদিল্লি, 1 মে:দেশের অগ্রগতিতে গুজরাতের অবদান মেনে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ গুজরাত দিবস উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছাও জানালেন রাহুল। সোমবার টুইট করে রাহুল লিখেছেন, "মহাত্মা গান্ধি এবং সর্দার প্যাটেলের মতো মহান নেতাদের জন্মস্থান ৷ ভারতের অগ্রগতিতে বিশেষ অবদান রয়েছে গুজরাতের ৷"
মে মাসের 1 তারিখ প্রতিষ্ঠা দিবস উদযাপন করে থাকে গুজরাত ৷ যা 'গুজরাত গৌরব দিবস' নামেও পরিচিত। এই উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী গুজরাত স্থাপনা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, "গুজরাত তার সর্বাঙ্গীন উন্নতির পাশাপাশি অনন্য সংস্কৃতির কারণে ইতিমধ্যেই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি প্রার্থনা করি রাজ্য আগামিদিনে উন্নয়নের নতুন উচ্চতা অতিক্রম করবে।" সেইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্য অমৃতকাল উদযাপন করছে ৷ তাঁর দাবি, অমৃতকালে গুজরাত প্রতিষ্ঠা দিবস বিশেষ গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 1960 সালের 1 মে, গুজরাত একটি পৃথক রাজ্যের স্বীকৃতি লাভ করে ৷ এরপরই ধীরে ধীরে মানুষ রাজ্যকে ধারাবাহিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ভূমিকম্প, বন্যা হোক বা করোনা মহামারী, গুজরাতিরা দৃঢ়তার সঙ্গে প্রতিটি দুর্যোগের মোকাবিলা করেছে।" সেই সঙ্গে, গুজরাত রাজ্য হিসাবে দেশ ও বিশ্বের সামনে এই মুহূর্তে রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অগাধ আস্থা ও বিশ্বাস দেখিয়েছে। গুজরাতের উন্নয়নের এই যাত্রা অব্যাহত রাখার জন্য তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন এবং বিকাশের রাজনীতিকে বেছে নিয়েছেন ৷" গৌরবময় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী আরও বলেন, "জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করেছি ৷ আমরা গুজরাতের সম্মান আগামিদিনেও বৃদ্ধি করব।"