দিল্লি, 28 ডিসেম্বর: কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই দেশে নেই রাহুল গান্ধি । তিনি এখন ব্যক্তিগত সফরে বিদেশে রয়েছেন। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে দেশের 40টি কৃষক সংগঠন । কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছে কংগ্রেসও । কয়েকদিন আগে এই আইন প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধি।
এই আন্দোলনকে সামনে রেখে ফের বিজেপি বিরোধিতায় একজোট হওয়ার চেষ্টা করছে বিরোধীরা । আর সেই পরিস্থিতিতে আচমকা রাহুলের বিদেশযাত্রা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছেন বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর সদিচ্ছা নিয়েও।