পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Himanta over Rahul Gandhi: 'রাহুল গান্ধিকে সাদ্দাম হুসেনের মতো দেখতে লাগছে', কটাক্ষ হিমন্তের

তাঁর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা চলছে ৷ এবার সেই কংগ্রেস নেতার চেহারা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma compares Rahul Gandhi with Saddam Hussain) ৷

Rahul Gandhi
ETV Bharat

By

Published : Nov 23, 2022, 7:22 AM IST

Updated : Nov 23, 2022, 8:14 AM IST

আমেদাবাদ, 23 নভেম্বর: "ইদানীং রাহুল গান্ধিকে সাদ্দাম হুসেনের মতো দেখতে লাগছে", একটি জনসভায় এভাবেই কংগ্রেস নেতাকে আক্রমণ করলেন হিমন্ত বিশ্বশর্মা ৷ 1 ডিসেম্বর থেকে দু'দফায় গুজরাতে বিধানসভা নির্বাচন শুরু ৷ তার প্রচারে গুজরাতে গিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ৷ সেখানে তিনি গান্ধি পরিবারের 'গান্ধি' পদবি নিয়েও প্রশ্ন তোলেন (Assam Chief Minister Himanta Biswa Sarma said on Tuesday that nowadays Rahul Gandhi looks like Saddam Hussain) ৷ তিনি বলেন, "গান্ধি পদবি পাওয়াটা একটা ঘোটালা ৷ এর তদন্ত হওয়া উচিত, যেমন বোফর্স কাণ্ডেরও তদন্ত প্রয়োজন ৷"

7 সেপ্টেম্বর ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সূচনা হয়েছে কন্যাকুমারীকা থেকে ৷ পায়ে হেঁটে কংগ্রেসের এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধি ৷ দক্ষিণে তামিলনাড়ু, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হয়ে মহারাষ্ট্র পার করেছে ভারতের প্রাচীনতম দলটি ৷ আজ মধ্যপ্রদেশে পৌঁছেছে ভারত জোড়ো যাত্রা ৷ দীর্ঘ 3 হাজার 570 কিমি দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ইতিমধ্যে তাঁর সঙ্গে পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণির, বিভিন্ন স্তরের মানুষ৷ তেলেঙ্গানায় রাহুল গান্ধির সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে অভিনেত্রী পূজা ভাটকে, মহারাষ্ট্রে সমাজকর্মী মেধা পাটকর, অভিনেতা সুশান্ত সিং, রিয়া সেন-সহ আরও অনেকে ৷ প্রতিদিন লম্বা পথ হেঁটে অতিক্রম করতে করতে রাহুল গান্ধির চেহারা অনেকটাই পাল্টে গিয়েছে ৷ গালভর্তি দাড়ি, চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ৷ তাঁর এই চেহারার সঙ্গে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনের চেহারার মিল খুঁজে পেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷

আরও পড়ুন: 'ভারত জোড়ো যাত্রা'য় রাহুলের পাশে হাঁটলেন মুনমুন-কন্যা

ভারত জোড়ো যাত্রার মাঝেই খানিক বিরতি নিয়েছেন রাহুল ৷ গুজরাতে আসন্ন নির্বাচনের আগে সেখানে গিয়ে নির্বাচনী প্রচার সেরেছেন কংগ্রেস নেতা ৷ তাঁর এই সফরকে কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "তাঁকে (রাহুল গান্ধি) গুজরাতে দেখা যেত না ৷ তিনি এ রাজ্যে এসেছেন, যেন একজন ভিজিটিং ফ্যাকাল্টি ৷ তিনি তো হিমাচলপ্রদেশে প্রচারে যাননি৷ তিনি শুধুমাত্র সেই জায়গাগুলিতে যাচ্ছেন, যেখানে নির্বাচন হচ্ছে না৷ হয়তো হারের ভয় পেয়েছেন ৷" ভারত জোড়ো যাত্রায় বলিউড অভিনেতারা সামিল হয়েছেন ৷ এ নিয়েও অভিযোগ তুলেছেন হিমন্ত বিশ্বশর্মা ৷ তাঁর অভিযোগ, এর জন্য কংগ্রেস অভিনেতাদের টাকা দিয়েছে ৷

Last Updated : Nov 23, 2022, 8:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details