পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Pay Homage To Rajiv : একজন দূরদর্শী নেতা ও সহানুভূতিশীল মানুষ ছিলেন রাজীব, লিখলেন রাহুল - Sonia and Priyanka Gandhi pay homage to Rajiv Gandhi on his death anniversary

শনিবার দিল্লির বীর ভূমিতে রাজীব গান্ধিকে সম্মান জানান সোনিয়া গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি (Sonia and Priyanka Gandhi pay homage to Rajiv Gandhi on his death anniversary) ৷

Rajiv Gandhi death anniversary
রাজীব স্মরণে রাহুল

By

Published : May 21, 2022, 11:59 AM IST

নয়াদিল্লি, 21 মে : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির 31তম প্রয়াণ বার্ষিকীতে এক টুইট বার্তায় তাঁকে স্মরণ করলেন রাজীব পুত্র রাহুল গান্ধি ৷ ভারতকে আধুনিক ও বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে গড়ে তুলতে রাজীবের যে আলাদা স্বপ্ন ও পরিকল্পনা ছিল এদিন তা উল্লেখ করেছেন রাহুল (Rahul Gandhi calls former PM Rajiv Gandhi a visionary leader) ৷ টুইটারে রাহুল লিখেছেন, "আমার বাবা একজন দূরদর্শী নেতা ছিলেন ৷ তাঁর নীতি আধুনিক ভারত গড়ে তুলতে সাহায্য করেছে ৷ তিনি একজন সহানুভূতিশীল মানুষ ছিলেন ৷ আমার আর প্রিয়াঙ্কার জন্য উনি এমন একজন পিতা ছিলেন যিনি আমাদের দয়া ও সহমর্মিতার গুরুত্ব বুঝিয়ে ছিলেন ৷ আমি তাঁর অভাব অনুভব করি, তাঁর সঙ্গে কাটানো আমাদের মুহূর্তগুলিকে স্মরণ করি ৷ "

বর্তমানে লন্ডনে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আগামী 23 মে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে '75 এ ভারত' শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতা দেবেন এই কংগ্রেস নেতা ৷ শনিবার রাজীব গান্ধির প্রয়াণ বার্ষিকীতে বীর ভূমিতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, রাজীব কন্যা প্রিয়াঙ্কা গান্ধি ৷ পি চিদম্বরম, শচীন পাইলটের মতো কংগ্রেস নেতারাও এদিন তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ৷

আরও পড়ুন : বীর ভূমিতে রাজীব গান্ধির সমাধিস্থলে সোনিয়া-প্রিয়াঙ্কা-চিদম্বরম

উল্লেখ্য, 1984 সালে মাত্র 40 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধি ৷ মা ইন্দিরা গান্ধির মৃত্যুর পর সামলেছিলেন কংগ্রেস সভাপতির পদও ৷ 1989 এর 2 ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৷ 1944 সালের 20 অগস্ট জন্মেছিলেন রাজীব ৷ 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে এলটিটিই-এর আত্মঘাতী হামলায় প্রাণ হারান রাজীব ৷

ABOUT THE AUTHOR

...view details