নয়াদিল্লি, 16 মার্চ :'রামায়নের সময় ভারতে পুষ্পক রথ তৈরি হত' । উত্তর প্রদেশের বান্দা জেলার সাংসদ আর কে সিং প্যাটেলের এই বক্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠল লোকসভায় । এদিন লোকসভায় শিক্ষা বাজেট নিয়ে আলোচলা চলছিল । তাতে বক্তব্য রাখার সময় তিনি বলেন এই কথা বলেন ।
তিনি আরও বলেন, ভগবান রাম লঙ্কায় যুদ্ধ জয় করার পর এই পুষ্পক রথ করেই ভারতে ফিরেছিলেন । এরপরই তিনি বলেন, "বিদেশি কারিগররা ভারত থেকে এই বিমান তৈরির চুরি করা নিয়ে গিয়েছে, আর ভারত পিছিয়ে পড়েছে ।"