নয়াদিল্লি, 12 নভেম্বর :ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) সঙ্গে বৈঠকে বসলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে 10 জনপথে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ বৈঠকে উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করা হতে পারে ৷
আরও পড়ুন :Priyanka Gandhi Vadra : বিদ্যুতের বিলের নামে জনগণকে লুটছে যোগী সরকার, তোপ প্রিয়াঙ্কার
প্রসঙ্গত, দলের সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি প্রিয়াঙ্কার কাঁধে ভোটমুখী উত্তরপ্রদেশের দায়িত্বও রয়েছে ৷ আগামী বছরই উত্তরপ্রদেশ-সহ দেশের সাতটি রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে ৷ এই পরিস্থিতিতে বাঘেলের উপর আস্থা রেখে তাঁর দায়িত্ব বাড়িয়েছে কংগ্রেস হাইকম্যান্ড ৷ গত 2 অক্টোবর ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীকে উত্তরপ্রদেশে দলের জাতীয় পর্যবেক্ষক পদে নিয়োগ করা হয়েছে ৷