কোটা, 12 ডিসেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) এবার নারীর ক্ষমতায়নের (Women Empowerment) বার্তা ৷ দাদা রাহুল গান্ধির (Rahul Gandhi) পাশে হাঁটলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী রবার্ট বঢরা এবং তাঁদের মেয়ে ৷ সোমবার রাজস্থানের (Rajasthan) বুন্দি (Bundi) জেলা থেকে ফের শুরু হয় কংগ্রেসের এই পদযাত্রা ৷ তাতে যোগ দেন এলাকার অসংখ্য মহিলা ৷
সকাল 6টায় জেলার বাবাই এলাকার তেজাজি মহারাজ মান্ডি থেকে যাত্রা শুরু হয় ৷ ভারত জোড়ো যাত্রার আওতায় সোমবার দিনভরের কর্মসূচিকে আলাদাভাবে 'নারীশক্তি পদযাত্রা' (Nari Shakti Pad Yatra) নামে অবিহিত করা হচ্ছে ৷ এটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ কারণ, ভারতের প্রধানমন্ত্রী-সহ বিজেপির প্রথম সারির নেতাদের মুখেই সবথেকে বেশি নারীশক্তির ক্ষমতায়নের কথা শোনা যায় ৷ সেখানে কংগ্রেসের দলীয় কর্মসূচিতে সেই নারীশক্তিরই বিপুল অংশগ্রহণ রাহুলের পালটা চাল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একটা বড় অংশ ৷