পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Priyanka Gandhi: রাহুলের সঙ্গে বিরোধ নিয়ে বিজেপির দাবি নস্যাৎ করে পালটা তোপ প্রিয়াঙ্কার - রাহুল গান্ধি

Priyanka Gandhi slams BJP: সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন যে কংগ্রেসে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধির মধ্য়ে রাজনৈতিক লড়াই চলছে ৷ বুধবার বিজেপির দাবিকে নস্যাৎ করেছেন প্রিয়াঙ্কা ৷ পালটা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷

Priyanka Gandhi
Priyanka Gandhi

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 8:14 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: বিজেপির সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তাঁর বক্তব্য, দাদা রাহুল গান্ধির সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই ৷ বরং তাঁরা ভাই-বোন একত্রে বিজেপির মিথ্যা, লুটপাঠ ও অতিরঞ্জিত প্রচারকে ধূলিস্য়াৎ করে দেবেন ৷

পুরো ঘটনার সূত্রপাত বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে ৷ ওই পোস্টে অমিত দাবি করেছিলেন যে রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে রাজনৈতিক লড়াই চলছে ৷ এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অমিত ৷ তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে পালটা সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "বিজেপির নেতাদের বলছি, এই মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সময়ে কি এটাই একমাত্র ফালতু ইস্যু ?’’ এর পর তিনি বলেন, "দুঃখিত...কিন্তু আপনাদের সংকীর্ণ মনের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না । আমার ভাই এবং আমার একে অপরের প্রতি শুধু ভালোবাসা, বিশ্বাস, শ্রদ্ধা ও আনুগত্য থাকবে এবং থাকবে ।"

প্রিয়াঙ্কা আরও বলেন, "চিন্তা করবেন না, আমরা দুই ভাই-বোন এবং দেশের কোটি কোটি বোন-ভাই মিলে আপনাদের মিথ্যা, লুটপাট, অতিরঞ্জিত অপপ্রচারের দাম্ভিকতা ভেঙে দেব ।"

একই সঙ্গে রাখিবন্ধনের শুভেচ্ছাও সোশাল মিডিয়া মারফত জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷ হিন্দিতে করা একটি পোস্টে তিনি লিখেছেন, "শুভ রাখিবন্ধন । এটি ভাই ও বোনের মধ্যে ভালোবাসার উৎসব, এটি একটি ইতিবাচক মনোভাবের সঙ্গে উদযাপন করুন ।"

অন্যদিকে এ দিন বেঙ্গালরুতে ছিলেন রাহুল গান্ধি ৷ তিনি সেখানে জানান যে তাঁর বোন প্রিয়াঙ্কা তাঁর হাতে রাখি বেঁধেছেন ৷ আর এই উৎসব লক্ষ্যে কর্ণাটকের মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্পের সূচনা করা হল ৷

সংবাদ সংস্থা - পিটিআই

আরও পড়ুন:'চিন লাদাখে আমাদের জমি নিয়ে নিয়েছে', প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেন রাহুল

ABOUT THE AUTHOR

...view details