পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on India-Pak Ties: সুসম্পর্কের জন্য পাকিস্তানকে আগে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে, মত প্রধানমন্ত্রী মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জাপানের হিরোশিমাতে বসেছে জি-7 শীর্ষ সম্মেলন ৷ সেখানে অতিথি দেশের প্রতিনিধি হিসেবে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে গিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পাকিস্তান থেকে চিন-সহ একাধিক ইস্যুতে মুখ খুলেছেন ৷

PM Modi on India-Pak Ties
PM Modi on India-Pak Ties

By

Published : May 19, 2023, 8:33 PM IST

টোকিও (জাপান), 19 মে: পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত ৷ কিন্তু তার আগে প্রতিবেশী ওই দেশের উচিত সন্ত্রাসবাদ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ করা ৷ আর স্বাভাবিক সম্পর্কের জন্য পরিবেশ তৈরি করা ৷ এমনটাই মত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷

শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছেছেন জাপানের হিরোশিমাতে ৷ সেখানে বসেছে জি-7 শীর্ষ সম্মেলনের আসর ৷ সেখানেই উপস্থিত থাকতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ৷ সেখানেই নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী মোদি এই মন্তব্য করেছেন ৷

প্রধানমন্ত্রী ওই সাক্ষাৎকারে চিন প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়েও কথা বলেছেন ৷ জানিয়েছেন, ভারত তার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, চিনের সঙ্গে ভালো দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সীমান্তে শান্তি ও স্থিতবস্থা বজায় থাকা জরুরি ৷ চিনের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ পারস্পরিক সম্মান ও প্রয়োজনের উপর নির্ভর করছে ৷

প্রধানমন্ত্রীকে রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গেও প্রশ্ন করা হয় ৷ জানতে চাওয়া হয় যে ভারত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা লড়াইয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চায় কি না ! উত্তরে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘ভারত শান্তির পক্ষে দাঁড়িয়েছে ৷ ভবিষ্যতেও ভারতের অবস্থানে বদল হবে না ৷ যাঁরা তাঁদের মৌলিক চাহিদা মেটাতে সমস্যার মুখে পড়ছেন, তাঁদের পাশে থাকতে আমরা বদ্ধপরিকর ৷ বিশেষ করে খাদ্য, জ্বালানি ও কীটনাশকের দাম বৃদ্ধির প্রসঙ্গে ৷ আমরা রাশিয়া ও ইউক্রেন, দুই দেশের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছি ৷’’

ভারত জি-7 গোষ্ঠীভুক্ত দেশ নয় ৷ তবে 2003 সাল থেকে এই সম্মেলনে অতিথি হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো হয় ৷ এবারও হয়েছে ৷ সেই কারণেই প্রধানমন্ত্রী হিরোশিমা পৌঁছেছেন ৷ প্রসঙ্গত, এই বছর ভারতে বসবে জি-20 আসর ৷ ভারত এবার জি-20 শীর্ষ সম্মেলনে পৌরহিত্য করবে ৷ সেই কারণে গত বছরের শেষ থেকে একাধিক বৈঠক হয়েছে ভারতে ৷ শীর্ষ সম্মেলনে জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষনেতারা উপস্থিত থাকবেন ৷

আরও পড়ুন:গান্ধি-বল্লভভাই থেকে মোরারজি-মোদি, আধুনিক ভারতের ইতিহাসে 4 গুজরাতির ভূমিকার প্রশংসায় শাহ

ABOUT THE AUTHOR

...view details