নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে রবিবার জি20 প্রেসিডেন্সির হাতুড়ি তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর মাধ্যমে ভারতের কাছ থেকে জি20-এর সভাপতিত্ব গ্রহণ করল ব্রাজিল ৷ সম্মলনের শেষ দিনে প্রধানমন্ত্রী হাতুড়িটি হস্তান্তর করে প্রেসিডেন্সির জন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানান । তবে আনুষ্ঠানিকভাবে এ বছরের 1 ডিসেম্বর থেকে জি20-এর সভাপতিত্বের দায়িত্বভার নেবে ব্রাজিল ।
জি20 শীর্ষ সম্মেলনে বক্তৃতায় লুলা দা সিলভা মোদিকে অভিনন্দন জানিয়েছেন ৷ পাশাপাশি অর্থনীতির বিষয়গুলি বৈঠকে তুলে ধরার জন্য ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি । লুলা দা সিলভা জি20 সম্মেলনে সামাজিক অন্তর্ভুক্তি, ক্ষুধার বিরুদ্ধে লড়াই, শক্তি পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী উন্নয়নকে অগ্রাধিকার হিসাবে তালিকাভুক্ত করেছেন । ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, "রাজনৈতিক শক্তি ফিরে পেতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী, অস্থায়ী সদস্য হিসেবে নতুন উন্নয়নশীল দেশগুলির প্রয়োজন । আমরা বিশ্বব্যাংক এবং আইএমএফ-এ উদীয়মান দেশগুলির জন্য বৃহত্তর প্রতিনিধিত্ব চাই ।"
আরও পড়ুন:পরিবেশ রক্ষায় 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, জি20 সম্মেলনের জন্য দেশে এসেছেন লুলা দা সিলভা ৷ শনিবার তাঁকে স্বাগত জানিয়ে এক্সে একটি পোস্ট করেন মোদি । তাতে সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে জোহানেসবার্গে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকের কথা তুলে ধরেন তিনি । প্রধানমন্ত্রী লেখেন, "ভারতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত । আমি সম্প্রতি জোহানেসবার্গে তাঁর সঙ্গে দেখা করেছি এবং জি20 শীর্ষ সম্মেলনে তাঁর সঙ্গে আবার দেখা করার সুযোগ পেয়ে আমি খুব খুশি । বিভিন্ন বিষয়ে তাঁর মতামত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি ৷"