নয়াদিল্লি, 25 জানুয়ারি :দেশের অর্থনীতি ফের অগ্রসর হচ্ছে বলে অভিমত প্রকাশ করলেনরাষ্ট্রপতি রামনাথ (President Ram Nath Kovind on Indian Economy) । জানালেন, আত্মনির্ভর ভারত প্রকল্প সফল হয়েছে । দেশের অর্থনৈতিক অবস্থা ফিরছে ।
দেশজুড়ে 73তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে । তার আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি । তিনি বলেন, "কোভিড পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে । তবে তারপরও গত অর্থবর্ষের তুলনায় এই বছর অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে । তাঁর দাবি, এটা সম্ভব হয়েছে কারণ কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার ঐকান্তিকভাবে প্রতিটি ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । তাঁর মতে, সামগ্রিক এই অগ্রগতি সম্ভব হয়েছে আত্মনির্ভর ভারত প্রকল্পের বাস্তবায়নের জন্য ।