শাহদোল (মধ্যপ্রদেশ), 18 নভেম্বর: সন্তানের জন্ম দিতে গিয়েও গণতান্ত্রিক অধিকারকে ভুললেন না মধ্যপ্রদেশের এক তরুণী ৷ আগে ভোট দিলেন ৷ তার পর হাসপাতালে গিয়ে ভরতি হলেন ৷ জন্ম দিলেন ফুটফুটে এক কন্যাসন্তানের ৷ গতকাল, শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাহদোলে ৷
গতকাল মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ছিল ৷ 70 শতাংশের বেশি ভোটার বুথে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ৷ তাঁদেরই মধ্যে একজন শাহদোলেন সুরভী বর্মা ৷ শাহদোল জেলা সদরের 20 নম্বর ওয়ার্ডে বাড়ি সুরভীর ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 17 নভেম্বরই সুরভীর ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল ৷ ফলে শুক্রবারই তাঁকে হাসপাতালে ভরতি হতে হত ৷
কিন্তু তিনি তাঁর স্বামী আদর্শ বর্মাকে জানান যে হাসপাতালে ভরতি হওয়ার আগে ভোট দিতে চান ৷ কারণ, শাহদোলে এবার ছিল তাঁর প্রথম ভোট ৷ স্ত্রীর আবদার মেনে নেন আদর্শ ৷ আগে সুরভীকে তিনি স্থানীয় রঘুরাজ স্কুলে যান ৷ সেখানে ভোট দেন সুরভী ৷ তার পর স্বামী-স্ত্রী চলে যান হাসপাতালে ৷ সেখানেই সি-সেকশন ডেলিভারির মাধ্যমে সুরভী জন্ম দেন কন্যা সন্তানের ৷