নয়াদিল্লি, 20 মে : রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত সম্প্রতি জাতীয় কংগ্রেসের তিনদিনব্যাপী চিন্তন শিবির সম্পূর্ণ ব্যর্থ প্রয়াস ৷ গান্ধি পরিবারের সদস্য এবং কংগ্রেসের হাই-কমান্ডদের উপস্থিতিতে চিন্তন শিবির থেকে ফলপ্রসূ কিছুই বেরিয়ে আসেনি, যা আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে এবং সর্বোপরি চব্বিশে কংগ্রেসকে বৈতরণী পার করতে সাহায্য করবে ৷ সাফ জানালেন প্রশান্ত কিশোর (Prashant Kishor slams Congress Chintan Shivir) ৷
ভোটকুশলীর সঙ্গে কংগ্রেসের গাঁটছড়া বাঁধার বিষয়টি দিনের আলো না-দেখলেও কংগ্রেসের চিন্তন শিবির নিয়ে প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া জানতে উৎসুক ছিলেন অনেকেই ৷ তারই পরিপ্রেক্ষিতে এদিন টুইটে ভোটকুশলী লেখেন, "উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের নির্যাস নিয়ে আমার মতামত জানতে আগ্রহী ছিলেন অনেকেই ৷ তবে আমার মতে চিন্তন শিবির থেকে কংগ্রেসের জন্য ফলপ্রসূ কিছুই বেরিয়ে আসেনি ৷"