বেতিয়া, 13 নভেম্বর: ভোটে লড়ার কোনও সম্ভাবনা নেই ৷ তবে তাঁর রাজ্য বিহারের জন্য একজন 'ভালো বিকল্প' তৈরি করবেন বলে জানালেন প্রশান্ত কিশোর ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জেডি(ইউ) নেতাদের আক্রমণ করেন ৷ নীতীশ কুমারের দলের নেতাদের 'ধান্দাবাজ' বলেও উল্লেখ করেন ৷ তাঁর চ্যালেঞ্জ, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জিজ্ঞেস করুন 'তিনি 2 বছর ধরে আমাকে কেন তাঁর বাড়িতে রেখে দিলেন'? (Won't contest elections myself Prashant Kishor)"
তিনি রাজনীতিতে আসছেন? সাংবাদিকরা বারে বারে এই প্রশ্ন করলে আই-প্যাকের (I-PAC) প্রতিষ্ঠাতা বলেন, "আমি কেন ভোটে লড়ব ? আমার তেমন কোনও উচ্চাশা নেই ৷" 'জন সূরয' (Jan Suraaj) দলটিকে রাজনৈতিক দলের মর্যাদা দেওয়া যায় কি না, রবিবার সে বিষয়ে একটি প্রচার হওয়ার কথা চম্পারণে (পশ্চিম) ৷ তার আগে একটি জেলা কনভেনশনে তিনি সাফ জানিয়ে দেন, ভোটে দাঁড়াবেন না ৷ কিন্তু বিহারে বিকল্প রাজনৈতিক নেতা তৈরির প্রতিজ্ঞা করেছেন একসময় নীতীশ কুমারের ভোটকুশলী কিশোর ৷
আরও পড়ুন: 4 ছবি পোস্ট করেই ডিলিট, বিজেপি-সঙ্গ নিয়ে নীতীশকে পালটা পিকের
রাজ্যে 3 হাজার 500 কিমি দীর্ঘ পদযাত্রা করছেন প্রশান্ত ৷ প্রতিটি জেলায় মানুষের ভোট নেওয়া হবে ৷ তাদের মতামত জেনে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে ৷ নীতীশ কুমারের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, "জেডি(ইউ) নেতারা আমাকে ভর্ৎসনা করতে পছন্দ করেন ৷ তাঁদের উচিত নীতীশ কুমারকে প্রশ্ন করা, যদি আমার কোনও রাজনৈতিক বোঝাপড়া না থাকে, তাহলে আমি দু'বছর ধরে তাঁর বাড়িতে কী করছিলাম ?" তবে অতীতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কাজ করা নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই, জানালেন ভোটকুশলী ৷
কিশোর বলেন, "তিনি (নীতীশ কুমার) 10 বছর আগে যা ছিলেন এবং আজ তিনি যা হয়েছেন, তার মধ্যে বিস্তর ফারাক ৷ 2014 সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর তিনি নৈতিক দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর নেন । কিন্তু এখন তিনি ক্ষমতায় আসার জন্য যে কোনও রকমের সমঝোতা করতে রাজি ৷" কেন্দ্রীয় সরকার প্রতি বছর 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ৷ এপ্রসঙ্গে কিশোর বলেন, "আমি অনেক বার বলেছি৷ আবারও বলছি- তারা যদি প্রতিশ্রুতি পূরণ করে, আমি আমার প্রচার ছেড়ে দেব ৷"
আরও পড়ুন: দল গঠনের সলতে পাকাতে বিহারজুড়ে পদযাত্রা পিকে'র