পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডের যম গোমূত্র, তুলসীতে কাটবে অক্সিজেন সংকট; প্রজ্ঞাবাণীতে গ্রেফতারের দাবি মহুয়ার

গোমূত্র রুখতে পারে কোভিড ৷ তুলসী গাছ লাগালে কাটবে অক্সিজেনের সংকট ৷ বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং-এর নিদানের কড়া সমালোচনা করলেন মহুয়া মৈত্র ৷

Pragya Thakur says Cow urine protects from Covid, planting tulsi, peepal can prevent oxygen crisis; Mahua Moitra criticised
কোভিডের যম গোমূত্র, তুলসীতে কাটবে অক্সিজেন সংকট; প্রজ্ঞাবাণীতে গ্রেফতারের দাবি মহুয়ার

By

Published : May 18, 2021, 1:54 PM IST

Updated : May 18, 2021, 2:34 PM IST

ভোপাল, 18 মে:দেশি গোরুর মূত্র খেলে রক্ষা মিলবে কোভিড থেকে ৷ আর অশ্বত্থ বা তুলসী গাছ লাগালে রোখা যাবে অক্সিজেনের সংকট ৷ নিদান ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং-এর ৷ যদিও এই মন্তব্যের জন্য তাঁকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কটাক্ষের মুখে পড়তে হয়েছে ৷ এমন তথ্য ছড়ালে গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন মহুয়া ৷

কোভিড ঝড়ে যখন বেসামাল মধ্যপ্রদেশ, তখনই সেখানে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনাও ৷ এই অবস্থায় সন্ত নগরের একটি অনুষ্ঠানে প্রজ্ঞা বলেন, "আমাদের অশ্বত্থ, নিম, তুলসী, বট ও অন্যান্য গাছ লাগাতে হবে যা 24 ঘণ্টা অক্সিজেন দেবে ৷ এই গাছগুলি লাগালে আজ আমাদের এই সংকটের মুখে পড়তে হত না ৷ আজকের পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী হয়, তা হল মানুষ ৷"

তাঁর পরামর্শ, প্রত্যেক পরিবারের তাঁদের সদস্যদের নামে 10টি করে গাছ লাগানো উচিত এবং তা বড় করে তোলা উচিত ৷ প্রজ্ঞার দাবি, "আমরা ওদের খাওয়ালে, জল দিলে, জীবন দিলে ওরাও নিশ্চিতভাবে আমাদের জীবন দেবে ৷ অক্সিজেনের জন্য এই ত্রাহি ত্রাহি রব উঠবে না ৷"

আরও পড়ুন:দেশে মৃত্যুতে নয়া রেকর্ড, কমছে সংক্রমণ

গাছ লাগানোর পরামর্শের পাশাপাশি গোমূত্র পানের উপরও জোর দেন বিজেপি সাংসদ ৷ তিনি বলেন, "আমরা যদি দেশি গোরুর মূত্র পান করি, তবে আমাদের ফুসফুসের সংক্রমণ সেরে যেতে পারে ৷ অনেক কষ্ট আছে আমার, তবু রোজ গোমূত্র পান করি ৷ এই কারণে করোনার জন্য আমাকে ওষুধ খেতে হয় না ৷ ঈশ্বরের আশীর্বাদে আমাকে এখনও করোনা ছুঁতেও পারেনি ৷ এ ভাবেই থাকতে পারব, কারণ আমি সঠিক ওষুধটা রোজ খাই ৷" রোজ একটি প্রার্থনা করার পর তিনি গোমূত্র পান করেন ৷ প্রার্থনায় নাকি প্রজ্ঞা গোমূত্রের উদ্দেশে বলেন, "আপনি আমার কাছে অমৃতের সমান ৷ তাই আপনাকে গ্রহণ করছি ৷ আপনি আমার ভেতরে সবকিছুর রক্ষা করুন, কারণ আমার জীবন এই রাষ্ট্রের জন্য নিবেদিত ৷"

প্রজ্ঞার এই মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছে বিভিন্ন মহলা ৷ বিদ্রুপ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও ৷

মহুয়ার টুইট

তিনি টুইটে লিখেছেন, "বিস্ফোরণ মহিলা বলছেন, গোমূত্র কোভিড থেকে রক্ষা করে এবং অশ্বত্থ অক্সিজেনের সংকট প্রতিরোধ করে ৷ মারণাত্মক অতিমারি নিয়ে সাংঘাতিক তথ্য ছড়ানোর জন্য কড়া ব্যবস্থা ও গ্রেফতারি বাধ্যতামূলক করা উচিত অতিমারি আইনে ৷"

Last Updated : May 18, 2021, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details