পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jagdeep Dhankhar : স্বাধীন ভারতে সবচেয়ে ভয়াবহ ভোট পরবর্তী হিংসা বাংলায়, তোপ ধনকড়ের - ভোট পরবর্তী হিংসা

শনিবার ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ শাহের বাড়ি থেকে বেরোনোর পর আবারও বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে সরব হন তিনি ৷ বলেন, একুশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে হারে হিংসা ছড়িয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে তা সবথেকে ভয়াবহ ৷

post-poll violence in West Bengal is worst seen since independence, said Governor Jagdeep Dhankhar after meeting with Amit Shah
Jagdeep Dhankhar : শাহের সঙ্গে বৈঠকের পরও বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে তোপ ধনকড়ের

By

Published : Jun 19, 2021, 4:34 PM IST

Updated : Jun 19, 2021, 4:56 PM IST

নয়াদিল্লি, 19 জুন : রাজ্য়ে আইন-শৃঙ্খলার অবনতি এবং ভোট পরবর্তী হিংসার প্রশ্নে সুর নরম করতে নারাজ রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ শনিবারও কার্যত রণংদেহি মূর্তিতেই প্রকাশ্যে এলেন তিনি ৷ এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করেন ধনকড় ৷ প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয় ৷ অমিত শাহের বাসভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ তখনই ফের একবার বাংলার পরিস্থিতি নিয়ে সুর চড়ান তিনি ৷

উল্লেখ্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন বিজেপি বিধায়কদলের সদস্যদের সঙ্গে রাজভবনে সাক্ষাতের পরই মঙ্গলবার দিল্লি উড়ে আসেন রাজ্যপাল ৷ তারপর থেকে এদিন পর্যন্ত দু’দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি ৷ বৈঠকের বিষয়বস্তু ঠিক কী, তা প্রকাশ্যে না আনলেও ওয়াকিবহাল মহলের অনুমান, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দু’জনের মধ্যে ৷

আরও পড়ুন :Amit-Dhankhar : কলকাতায় ফেরার আগে অমিত-ধনকড় বৈঠক

শনিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ধনকড় সাংবাদিকদের বলেন, এটা গণতন্ত্র, সংবিধান এবং আইনের শাসনে বিশ্বাস রাখার সময় ৷ তাঁর অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যে হারে হিংসা ছড়িয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে তা সবথেকে ভয়াবহ ৷

এই পরিস্থিতির জন্য আরও একবার রাজ্যের আমলা ও পুলিশকর্তাদের কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ ধনকড়ের দীর্ঘদিনের অভিযোগ, এ রাজ্যে পুলিশ ও প্রশাসনের কর্মী, আধিকারিকরা কার্যত শাসকদলের দাসে পরিণত হয়েছেন ৷ এদিনও প্রায় একই কথা বলেন তিনি ৷ সরকারি দায়িত্বে থাকা এইসব ব্যক্তিদের প্রতি তাঁর আবেদন, তাঁরা যেন নির্দিষ্ট নিয়মবিধি এবং আইন মেনেই কাজ করেন ৷

আরও পড়ুন :Mahua Moitra : "আঙ্কেলজি দেখা করলেন দাদুর সঙ্গে", মহুয়ার নয়া টুইট-ব্যঙ্গ

এদিকে, ধনকড়ের এই সক্রিয়তা চোখে বিঁধছে রাজ্যের শাসকদলের ৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল নিজেই সংবিধানের ধার ধারছেন না ৷ রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই নিজের ইচ্ছামাফিক কাজ করে যাচ্ছেন ৷ যদিও এই ইস্যুতে ধনকড়ের পাশে দাঁড়িয়েছে গেরুয়া শিবির ৷ তাদের পাল্টা অভিযোগ, শাসকদলই রাজ্যপালকে অসম্মান করছে ৷

আরও পড়ুন :Mamata-Dhankhar-Modi : ধনকড়ে আপত্তি জানিয়ে মোদিকে চিঠি মমতার

এমন টানাপোড়েনের মধ্যে রাজ্যপালের হঠাৎ দিল্লি সফর, একের পর এক মন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ, স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক জল্পনা বাড়াচ্ছে ৷ একুশের ভোটের আগে থেকেই বাংলায় রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করতে শুরু করে বিজেপি ৷ তৃণমূলের অভিযোগ, ভোটে হারার পরও রাজ্য দখলের স্বপ্ন দেখছেন মোদি-শাহরা ৷ আর সেই কারণেই যে কোনও অজুহাতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করছেন তাঁরা ৷ তাতে পূর্ণ সহযোগিতা করছেন রাজ্যপালও ৷ ধনকড়ের এবারের দিল্লি সফরেও তারই ছায়া দেখতে পাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা ৷

Last Updated : Jun 19, 2021, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details