পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আবহে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্য়বসাকে বাঁচাতে উদ্য়োগী কেন্দ্র - উদ্যম রেজিস্ট্রেশন

কোরোনাকালে ঝিমিয়ে পড়েছে ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্য়বসা ৷ এই ক্ষেত্রকে চাঙ্গা করতেই একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র ৷ খোলা হয়েছে নতুন পোর্টাল ৷ ব্য়বসায়ীদের সহজে ঋণদান থেকে নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ, সরকারি ব্য়বস্থায় রয়েছে অনেক কিছুই ৷

Post COVID, govt takes measures to revive MSMEs
ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্য়বসাকে বাঁচাতে উদ্য়োগী কেন্দ্র

By

Published : Feb 17, 2021, 9:25 PM IST

হায়দরাবাদ, 17 ফেব্রুয়ারি: কোরোনা আবহে দেশজুড়ে লকডাউন ঘোষণার জেরেই 2020-21 অর্থবর্ষের প্রথম তিনমাসে যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সঙ্কুচিত হয়ে যায় ৷ যার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীরা ৷

এতদিন ভারতে এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীদের জন্য কোনও তথ্য়ভাণ্ডার ছিল না ৷ ফলে কতজন সংগঠিত ক্ষেত্রে এবং কতজন অসংগঠিত ক্ষেত্রে কাজ করছিলেন, তার কোনও হিসেব নেই ৷ ফলে লকডাউনে কাদের কাজ গিয়েছে, সেই সংক্রান্ত সঠিক তথ্যও অজানা ৷

তবে, মহামারী পরবর্তী সময়ে এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী এবং ব্য়বসায়ীদের আত্মনির্ভর করার উপর জোর দিয়েছে মোদি সরকার ৷ আত্মনির্ভর অভিযান প্রকল্পের আওতায় তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ৷ বাড়িয়ে দেওয়া হয়েছে সহযোগিতার হাত ৷ যেগুলির মধ্যে উল্লেখযোগ্য় হল:

1) ব্য়বসার জন্য 3 লাখ কোটি টাকার বন্ধকীহীন স্বয়ংক্রিয় ঋণের ব্য়বস্থা ৷

2) ধুঁকতে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী এবং ব্য়বসায়ীদের জন্য 20 হাজার কোটি টাকার বিশেষ ঋণদানের ব্যবস্থা ৷

3) ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীদের জন্য গঠিত তহবিলের মাধ্যমে সাধারণ অংশীদারিত্বের বিনিময়ে 50 হাজার কোটি টাকার বন্দোবস্ত ৷

4) ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীদের শ্রেণিবিন্যাসে নতুন পদ্ধতি অবলম্বন ৷

5) ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীদের কাজে বাধা কাটাতে ‘উদ্যম রেজিস্ট্রেশন’-এর মাধ্যমে ব্য়বসার নতুন নথিভুক্তিকরণ ৷

6) 200 কোটি টাকার ঊর্ধ্বসীমা পর্যন্ত আন্তর্জাতিক টেন্ডার নিষিদ্ধ করা ৷

এছাড়া, 2020 সালের জুন মাসে ‘চ্য়াম্পিয়নস’ নামে একটি অনলাইন পোর্টালও চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম অনলাইনে সেরে ফেলার ব্যবস্থা করা হয় ৷

সরকারের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে আরবিআই-ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধা ঘোষণা করেছে ৷

চ্য়াম্পিয়নস পোর্টালের মাধ্যমে নতুন ব্য়বসার রেজিস্ট্রেশন বাড়াতে গোটা প্রক্রিয়াকেই সহজ করেছে কেন্দ্র ৷ কোনও রকম তথ্যপ্রমাণ এবং কাগুজে নথি ছাড়াই অনলাইনে সারা হচ্ছে গোটা প্রক্রিয়া ৷

এই পোর্টালের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত রয়েছে আয়কর বিভাগ এবং জিএসটি পোর্টাল ৷ যাতে ব্য়বসা সংক্রান্ত যাবতীয় তথ্য নতুন করে নথিভুক্ত করতে আলাদা করে ঝক্কি পোহাতে না হয় ৷ কাজগুলি হতে পারে স্বয়ংক্রিয়ভাবেই ৷

আরও পড়ুন:300-রও বেশি পড়ল সেনসেক্সের সূচক

নতুন রেজিস্ট্রেশন করতে গিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগী ও ব্য়বসায়ীদের যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে চ্য়াম্পিয়নস কন্ট্রোল রুমও খুলেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্য়োগ মন্ত্রক ৷ এর সঙ্গে যুক্ত রয়েছে সংশ্লিষ্ট বহু সংস্থা ও দপ্তর ৷ ফলে গোটা ব্য়বস্থাটাকেই এক ছাতার তলায় আনা সম্ভব হয়েছে ৷ যে কোনও সমস্য়ার সমাধান করতে উপভোক্তাদের দশ জায়গায় ছোটার কোনও প্রয়োজন নেই ৷

এই কাজকেই স্থানীয়ভাবে সম্পাদন করতে সংশ্লিষ্ট রাজ্য় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আওতাধীন জেলা শিল্প কেন্দ্র বা ডিআইসিগুলিকে ব্য়বহার করা হচ্ছে ৷

উদ্য়ম রেজিস্ট্রেশনের জনপ্রিয়তা বাড়াতে সোশাল মিডিয়ায় প্রচারও শুরু করেছে কেন্দ্রীয় সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details