জামুই, 14 নভেম্বর: বেআইনি বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক সাব ইন্সপেক্টরের ৷ মৃতের নাম প্রভাত রঞ্জন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের জামুইয়ে ৷ এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ কনস্টেবল রাজেশ কুমারও । তাঁকে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভরতি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, পুলিশের নজর এড়িয়ে একটি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে ৷ সেসময় সেটি পুলিশের গাড়িকে ধাক্কা দেয় । এতে পুলিশের গাড়ির ব্যাপক ক্ষতি হয় । গাড়িতে ছিলেন এসআই প্রভাত রঞ্জন ও পুলিশ কনস্টেবল রাজেশ কুমার । ঘটনাটি জামুই জেলার গড়হি থানা এলাকার । জানা গিয়েছে, জামুই পুলিশ গড়হি থানা এলাকার মোহালি তান্ড নদীর কাছে বেআইনি বালি উত্তোলনের খবর পেয়েছিল । এরপর মঙ্গলবার সকালে ইন্সপেক্টর প্রভাত রঞ্জন তাঁর দল নিয়ে চানওয়ার ব্রিজের কাছে পৌঁছে তল্লাশি শুরু করেন । টহল দেওয়ার সময় সামনে থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক্টরকে থামতে বলে পুলিশ । কিন্তু চালক পুলিশকে দেখা মাত্রই ট্রাক্টরের গতি বাড়িয়ে দেন । এরপর দ্রুতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের জিপকে ধাক্কা মারে । এ ঘটনায় ঘটনাস্থলেই এসআই প্রভাত রঞ্জন নিহত হন এবং ওই পুলিশ আহত হন ।