পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'দুর্নীতিগ্রস্ত আরবিআই গভর্নর থেকে অর্থমন্ত্রী ', ইস্তফা চেয়ে বোমা-হুমকি শক্তিকান্তের মেলে! - বোমা হুমকি শক্তিকান্তকে

RBI gets bomb threat: বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ে আরবিআই-এর কার্যালয় ৷ এমন হুমকি মেল পেয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাশ ৷

ETV Bharat
আরবিআই উড়িয়ে দেওয়ার হুমকি

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 7:36 PM IST

Updated : Dec 26, 2023, 9:50 PM IST

মুম্বই, 26 ডিসেম্বর: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যালয় ৷ এমনই হুমকি মেল পেয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ ৷ মঙ্গলবার সকাল 10.50 মিনিটে খালিফাত নামের একটি মেল আইডি থেকে এই হুমকি মেল আসে ৷ হুমকির পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশের পদত্যাগ দাবি করা হয়েছে ওই মেলে ৷

এরপরেই আধিকারিকরা সতর্কতা জারি করেছেন ৷ পুলিশের ডেপুটি কমিশনার রাজ তিলক রোশন জানিয়েছেন, মুম্বই পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে ৷ দু'জনের সন্ধান করছে পুলিশ ৷ জানা গিয়েছে, মেলটির সাবজেক্টের জায়গায় 'ব্রেকিং নিউজ' লেখা ছিল ৷

আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশকে পাঠানো এই হুমকি মেলে জানানো হয়েছে, "আমরা 11টি বোমা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় পুঁতে রেখেছি ৷ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া-সহ একাধিক প্রাইভেট ব্যাংকে বোমা রাখা হয়েছে ৷ এই ব্যাংকগুলি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিগুলি করেছে ৷ আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাশ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিভিন্ন ব্যাংকের শীর্ষ আধিকারিকরা এই দুর্নীতির সঙ্গে জড়িত ৷ এমনকী কয়েকজন প্রাক্তন মন্ত্রীও এই দুর্নীতিতে যুক্ত রয়েছেন ৷ আরও জানাই যে, এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে ৷"

মেলে বোমা বিস্ফোরণের সময় উল্লেখ করা হয়েছে- বেলা 1.30 মিনিটে ফোর্ট মুম্বইয়ে আরবিআই-এর নিউ সেন্ট্রাল অফিস বিল্ডিং, চার্চগেটে এইচডিএফসি হাউজ, বিকেসি মুম্বইয়ে আইসিআইসিআই ব্যাংক টাওয়ার্সে এই বিস্ফোরণ হবে ৷ অভিযুক্তরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করে লিখেছে, "আমাদের দাবি, আরবিআই গভর্নর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এখুনি পদত্যাগ করুন ৷ আর এই সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করুন ৷ একইভাবে আমরা আরও দাবি জানাচ্ছি, সরকার এই দু'জন তো বটেই, আর যারা দুর্নীতিতে জড়িত, তাঁদের বিরুদ্ধেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক ৷" তাদের এই দাবি না মানলে, 1.30 মিনিটে একের পর এক 11টি বোমা বিস্ফোরণ হবে ৷

আরও পড়ুন:

  1. বোমাতঙ্ক বেঙ্গালুরুর রাজভবনে, এনআইএ কন্ট্রোলরুমে গভীর রাতে এল ফোন
  2. নগ্ন ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ মহিলা সহকারী পরিচালক
  3. 6 শতাংশে বৃদ্ধির হার, 2047 সালের মধ্যে ভারত নিম্ন মধ্যম অর্থনীতিতেই থাকবে: রঘুরাম রাজন
Last Updated : Dec 26, 2023, 9:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details