পুনে, 14 জুলাই : সদ্য বিয়ে হয়েছে, পাহাড়ের কোলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে, তার বনেটের উপর বসে সেজেগুজে বিয়ের পর ফটোশুটে চলছে ৷ কোনও ভাবনা চিন্তা ছাড়াই, মনের আনন্দে নানা ভাবে ছবি তুলছিলেন সুসজ্জিত নববিবাহিতা ৷ তাঁকে ঘিরে রয়েছে ফুলের মালা, কিন্তু এ কি ? মুখের মাস্ক গায়েব ! ব্য়স, কোভিড প্রোটোকল ভাঙার অভিযোগে কনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷ মঙ্গলবার সকালে পুনের ডাইভ ঘাট (Dive Ghat) অঞ্চলে এই কর্মকাণ্ড চলছিল ৷ পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷
আরও পড়ুন : 30 হাজার টাকা দেব, আমার বিড়ালকে খুঁজে এনে দেবে কেউ ?
পুলিশ জানিয়েছে, গাড়ির ড্রাইভার, ক্যামেরাম্যান আর ফটোশুটে অংশ নেওয়া বাকি দু'জনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) 269, 188, 279, 107, 336, 34 ধারা, আর বিপর্যয় মোকাবিলা আইনে (Disaster Management Act), মহারাষ্ট্র কোভিড ম্যানেজমেন্ট অ্যাক্ট (Maharashtra COVID Management Act) আর মোটর ভেহিকল অ্যাক্টের (Motor Vehicle Act) বিভিন্ন ধারায় মামলা করেছে ৷
মাস্কের পরোয়া নেই, ফটোশুটে ব্য়স্ত কনে দেশে কোভিড-19-এর সংক্রমণে মহারাষ্ট্র অন্যতম ক্ষতিগ্রস্ত রাজ্য ৷ দ্বিতীয় ঢেউয়ে এপ্রিলে এক দিনে 67 হাজার সংক্রমণের খবর মিলেছে ৷ সংক্রমণের সংখ্যা কমতে লকডাউন শিথিল করা হয়েছে ৷ তবে এখনও মানুষকে মাস্ক আর দূরত্ববিধি মেনে চলার কথা বলা হচ্ছে বারে বারে ৷ কিন্তু জনসাধারণের সচেতনতা ফিরছে না কিছুতে ৷
রাজ্য স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, মঙ্গলবার মহারাষ্ট্রে 7243 জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে, 196 জন মারা গিয়েছেন ৷