মোগা, 23 এপ্রিল: ধরা পড়লেন অমৃতপাল সিং ৷ মোগার একটি গুরুদ্বারের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 18 মার্চ থেকে তাঁকে খুঁজছিল পুলিশ ৷ আর তিনি ক্রমগাত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ সূত্রের খবর, বিশেষ অভিযান চালিয়ে খালিস্তানি নেতাকে পাকড়াও করেছে পুলিশ ৷ তিনি খালিস্তানি সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান ৷ পঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে মোগা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ সম্ভবত খালিস্তানি নেতাকে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হবে ৷ অমৃতপাল সিংকে ধরতে সাতটি জেলার পুলিশ একসঙ্গে অভিযানে নেমেছিল ৷
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার থেকেই পুলিশে 50টিরও বেশি পুলিশের গাড়ি মোগা ও তার আশপাশের এলাকায় খালিস্তানপন্থী নেতা-কর্মীদের ধাওয়া করছিল ৷ সে সময় অমৃতপাল জলন্ধরের সাখোট তেহসিলের দিকে যাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে খবর ৷ শেষ পর্যন্ত বাইকে চড়ে পালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ৷ রাস্তাগুলি সরু হওয়ায় প্রথম দিকে তার সুবিধে হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ৷ অমৃত পাল বারে বারে গাড়িও বদলাচ্ছিল ৷ কিন্তু আজ সকালে তাঁর সব চেষ্টা ব্যর্থ হল ৷ মোগার রোডেওয়াল গুরুদ্বারার সামনে থেকে ওয়ারিস পঞ্জাব দে-র প্রধানকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷
এর আগে 20 এপ্রিল অমৃত পাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে আটক করে পুলিশ ৷ তিনি অমৃতসরের শ্রীগুরু রাম দাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ৷ বিমানবন্দর তাঁকে আটক করে পুলিশ ৷ প্রসঙ্গত তিনি ব্রিটিশ নাগরিক ৷ এ বছরের ফেব্রুয়ারিতে অমৃত পাল সিংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷