নয়াদিল্লি, 1 জুন : আবারও কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ ফের তাঁর আক্রমণের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তবে এ বার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে নয় ৷ আর্থিক বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে টুইট করেছেন রাগা ৷
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির একটি গ্রাফ পোস্ট করেছেন রাহুল গান্ধি ৷ ক্যাপশনে লিখেছেন, "প্রধানমন্ত্রীর হল অফ শেম - সর্বনিম্ন জিডিপি ৷ সর্বোচ্চ বেকারত্ব ৷" জিডিপি নিয়ে নয়া তথ্য সামনে আসার পরদিনই সেই অস্ত্রে শান দিয়ে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ ৷
সোমবার জাতীয় সংখ্যাতত্ত্ব কার্যালয় (NSO)-এর তরফে গড় জাতীয় উৎপাদনের (GDP) পরিমাণ প্রকাশ করা হয় ৷ তাতে দেখা যাচ্ছে, গত চার দশকের নিরিখে নয়া রেকর্ড গড়েছে ভারতের অর্থনীতি ৷ 2020-21 আর্থিক বছরে দেশের বৃদ্ধির গতি ছিল নিম্নগামী ৷ এই অর্থবর্ষে 7.3 শতাংশ নেতিবাচক বৃদ্ধির (negative growth) সাক্ষী থাকতে হয়েছে দেশকে ৷ যদিও শেষ তিন মাসে কিছুটা হলেও ছন্দে ফেরার চেষ্টা করেছে অর্থনীতি ৷ খুব সামান্য় হলেও (1.6 শতাংশ) বেড়েছে বৃদ্ধির হার ৷