নয়াদিল্লি, 9 ডিসেম্বর: আজ সোনিয়া গান্ধির জন্মদিন ৷ 1946 সালের 9 ডিসেম্বর তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন ৷ 76 বছরে পা রাখছেন কংগ্রেস নেত্রী ৷ দলীয় রং, মতানৈক্য ভুলে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "শ্রীমতি সোনিয়া গান্ধিজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি ৷"
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, "সিপিপি চেয়ারপার্সন, শ্রীমতি সোনিয়া গান্ধিজিকে (Congress Parliamentary Party) জন্মদিনে উষ্ণ অর্ভ্যথনা ৷ তাঁর অদম্য উৎসাহ এবং সম্ভ্রম লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে ৷ আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের কামনা করি ৷"