নয়াদিল্লি, 13 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রীয় রোজগার মেলায় 71 হাজার জনকে চাকরির নিয়োগপত্র বিতরণ করেছেন ৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপগুলি দেশে 40 লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি তৈরি করেছে । আর যুবসমাজকে আরও উন্নত করতে এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতি সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটাই প্রতিফলিত হল রাষ্ট্রীয় রোজগার মেলায় ৷ তিনি আরও জানান, ভারতের অর্থনীতি বিশ্বে সবচেয়ে দ্রুতগতিতে এগোচ্ছে ৷ নিউ ইন্ডিয়ায় যে ধরনের নীতি ও কৌশল নেওয়া হচ্ছে, তার থেকেই নতুন সম্ভাবনা ও সুযোগের দিগন্ত খুলে যাচ্ছে ৷
প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে 70 হাজার চাকরি দেওয়া হল ৷ এনডিএ ও বিজেপি শাসিত রাজ্যগুলি দ্রুত নিয়োগের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ৷ বুধবার মধ্যপ্রদেশে 22 হাজারেরও বেশি শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়েছে ৷ প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম প্রস্তুতিতে ভারতের অগ্রগতির কথাও এদিন প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন ৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ভারত 15 হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে ।
তিনি বলেন, "দেশে কয়েক দশক ধরে একটি পন্থা প্রভাবশালী ছিল যে প্রতিরক্ষা সরঞ্জামগুলি কেবল আমদানি করা যেতে পারে । আমরা আমাদের নিজের দেশের নির্মাতাদের বিশ্বাস করিনি । আমাদের সরকার এই পদ্ধতির পরিবর্তন করেছে । আমাদের সশস্ত্র বাহিনী 300টি এমন সরঞ্জাম ও অস্ত্রের একটি তালিকা তৈরি করেছে, যা শুধুমাত্র ভারতেই তৈরি হবে ।’’ ড্রোন-সহ দেশের বিভিন্ন খাতে স্বনির্ভরতার বিস্তারিত তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘তরুণ প্রজন্ম নতুন যুগের প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছে ।’’
তিনি আরও বলেন, "নতুন ভারতের যুবকরা ড্রোন তৈরিতে ক্রমশ জড়িত ও ড্রোন পাইলট হয়ে উঠছে । কয়েক দশক ধরে আমাদের শিশুরা বিদেশ থেকে আমদানি করা খেলনা নিয়ে খেলত । আমরা দেশীয় খেলনা শিল্পের প্রচার শুরু করেছি এবং এটি আমাদের যুবশক্তির জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে । এই ক্ষেত্রে মূলধন বিনিয়োগ পরিকাঠামো প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টি করেছে ও যুবশক্তির জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করেছে ৷”