পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi in Ayodhya: দীপোৎসবে আজ প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায়, জ্বলবে 15 লক্ষ মাটির প্রদীপ - PM Narendra Modi to visit Ayodhya

অযোধ্যায় চলছে রাম মন্দির নির্মাণের কাজ ৷ এরইমধ্যে দীপোৎসবে অযোধ্যায় প্রদীপ জ্বালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লেজার শো অনুষ্ঠানে দেখানো হবে রামায়ণ (PM Modi to see laser show in Ayodhya) ৷

Ayodhya Deepotsav
ETV Bharat

By

Published : Oct 23, 2022, 10:04 AM IST

অযোধ্যা, 23 অক্টোবর: দীপাবলির আলোর উৎসবে অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ সন্ধে নাগাদ পৌঁছবেন তিনি ৷ তাঁর জন্য রেড কার্পেটে মুড়ে দেওয়া হচ্ছে উত্তর প্রদেশের অযোধ্যা ৷ দীপোৎসবের সন্ধেয় রাম জন্মভূমি মন্দিরে রাম লালাকে প্রণাম করে লেজার শো দেখবেন মোদি ৷ প্রধানমন্ত্রীর আসার আগে অযোধ্যায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ পাশাপাশি রাম মন্দির নির্মাণের কাজ কতটা এগিয়েছে তা নিয়েও খবরাখবর নেবেন মোদি ।

মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, "প্রধানমন্ত্রী আসছেন ৷ তাই রাম জন্মভূমিতে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে ৷" প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনি রাম জন্মভূমিতে রাম মন্দির (Ram Lalla at Ram Janmabhoomi temple) নির্মাণের কাজ ঘুরে দেখাবেন ৷ মোদি রাম কথা পার্কের অনুষ্ঠানে যাবেন ৷ সেখানে ভগবান রামের প্রতীকী রাজ্যাভিষেক ও সীতার প্রতীকী ফিরে আসা দেখানো হবে ৷

আরও পড়ুন: দীপোৎসবে অযোধ্যায় বালিতে রামায়ণ, থাকছে 16টি ট্যাবলো

এরপর তিনি রাম কি পৌরি ঘাটে প্রথম মাটির তৈরি প্রদীপে আলো জ্বালাবেন ৷ প্রায় 15 লক্ষ প্রদীপ দিয়ে সাজানো হয়েছে এই ঘাট-সহ অন্য 37টি ঘাট ৷ ষষ্ঠ দীপোৎসবে (Deepotsav Mahotsav) এই সব ঘাটগুলিতে 15 লক্ষ সংখ্যক প্রদীপ জ্বালিয়ে অযোধ্যা প্রশাসন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছে ৷ এছাড়া আরও 3 লক্ষ প্রদীপ জ্বালানো হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ৷

গত বছর অযোধ্যা প্রশাসন 9 লক্ষ 41 হাজার 551 টি প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়েছিল ৷ তবে এই রেকর্ড ভেঙেছে মহাশিবরাত্রিতে ৷ উজ্জয়িনীর শিপ্রাতে এদিন 11 লক্ষ 71 হাজার 78টি প্রদীপ জ্বলেছিল ৷

প্রদীপ জ্বালানোর পর প্রধানমন্ত্রী সরযূ নদীর ধারে আরতী করবেন ৷ রবিবার রাম কি পৌরি ঘাটে লেজার শো হবে ৷ সেখানে রামায়ণের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হবে দর্শকদের সামনে ৷ মোদি চলে গেলেও স্থানীয়দের জন্য 25 মিনিট দীর্ঘ 8টি লেজার শোয়ের আয়োজন করেছে অযোধ্যা প্রশাসন ৷ এই অনুষ্ঠান শুরু হবে রাত 9টায় এবং চলবে রাত 1টা পর্যন্ত ৷ 24 অক্টোবরও এই লেজার শো দেখানো হবে ৷ 2020 সালের 5 অগস্ট প্রধানমন্ত্রী মোদি রাম মন্দিরের 'ভূমি পূজন' করেছিলেন ৷

আরও পড়ুন: ভারতের নানা প্রান্তে দীপাবলির রূপ বিভিন্ন, দেখে নেওয়া যাক আলোর উৎসবের বিভিন্ন প্রথা

ABOUT THE AUTHOR

...view details