পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাহিনীর সম্মেলনে চিন-পাকিস্তান পরিস্থিতি পর্যালোচনা করবেন মোদি ! - নরেন্দ্র মোদি

মার্চ মাসের শুরুতে কমবাইনড কম্যান্ডার কনফারেন্স। সেখানে যোগ দিয়ে চিন ও পাকিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের কেভাডিয়ায় হবে এই সম্মেলন।

PM Narendra Modi to review China, Pak situation at military meet
বাহিনীর সম্মেলনে চিন-পাকিস্তান পরিস্থিতি পর্যালোচনা করবেন মোদি !

By

Published : Feb 18, 2021, 10:36 AM IST

দিল্লি, 18 ফেব্রুয়ারি: চিন ও পাকিস্তান সীমান্তে যে কোনও পরিস্থিতি সামলাতে কতটা তৈরি সেনাবাহিনী? কমবাইনড কম্যান্ডার কনফারেন্সে যোগ দিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দিকটিও পর্যালোচনা করবেন তিনি। মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে সিসিসি।

গুজরাতের কেভাডিয়ায় হতে চলেছে কমবাইনড কম্যান্ডার কনফারেন্স। সেখানে উপস্থিত থাকবেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার শীর্ষ কম্যান্ডাররা। গত সপ্তাহের শেষে লাদাখ সীমান্তে চিন ও ভারতের বাহিনী সরিয়ে নেওয়ার প্রথম অধ্যায়ের পরপরই হতে চলেছে সিসিসি। চলতি বছরের মেরিটাইম থিয়েটার কম্যান্ড ও এয়ার ডিফেন্স কম্যান্ডের আগেই হতে চলেছে এই সম্মেলন। স্বাভাবিকভাবেই এ বারের সিসিসি-র প্রেক্ষাপট যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: শহরে অমিত, দিনভর কখন কোথায় শাহি-শো...

শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, ''তাঁর দ্বিতীয় মেয়াদকালে এই প্রথমবার সিসিসি-তে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বাহিনীকে ঐক্যবদ্ধ থেকে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে তিনি দিশা দেখাবেন বলে আশা রাখি।''

ABOUT THE AUTHOR

...view details