পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি-বারাণসী দ্বিতীয় বন্দে ভারতের উদ্বোধন মোদির, অত্যাধুনিক গেরুয়া ট্রেনের সফর শুরু - PM Narendra Modi

Second New Delhi-Varanasi Vande Bharat Express: আরও একটি অত্যাধুনিক প্রযুক্তি-সহ তৈরি গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস নামছে যাত্রী পরিষেবায় ৷ নয়াদিল্লি থেকে বারাণসীর মধ্যে দ্বিতীয় বন্দে ভারত রুটে এই ট্রেনের আজ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 12:19 PM IST

Updated : Dec 18, 2023, 12:26 PM IST

বারাণসী, 18 ডিসেম্বর: নয়াদিল্লি থেকে বারাণসীর মধ্যে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে আজ থেকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার বেলা 2টো 15 মিনিটে এর উদ্বোধন করবেন ৷ উল্লেখ্য, গেরুয়া রঙের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে আজ ৷ উত্তর রেলের তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, দেশে দ্বিতীয় গেরুয়া রঙের বন্দে ভারত এক্সপ্রেস চালাতে চলেছে রেলমন্ত্রক ৷

উত্তর রেলের তরফে জারি করা প্রেস বিবৃতিতে সেই গেরুয়া রঙের বন্দে ভারতের ছবি দেওয়া হয়েছে ৷ রেলের তরফে সেখানে বলা হয়েছে, ‘‘ট্রেনটিতে অত্যাধুনিক যাত্রী স্বাচ্ছন্দের সুবিধা রয়েছে ৷ যেমন অনবোর্ড ওয়াই-ফাই ইনফোটেইনমেন্ট, জিপিএস-ভিত্তিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, প্লাশ ইন্টেরিয়র, হাতের ছোঁয়া ছাড়াই বায়ো-ভ্যাকিউম টয়লেট, ডিফিউসড এলইডি আলো, প্রতিটি আসনের নীচে চার্জিং পয়েন্ট, পৃথক স্পর্শ-ভিত্তিক রিডিং লাইট এবং লুকানো রোলার ব্লাইন্ড থাকছে এই নয়া বন্দে ভারত এক্সপ্রেসে ৷’’

ওই বিবৃতিতে রেল জানিয়েছে, জীবাণুমুক্ত বাতাস সরবরাহের জন্য এটিতে ইউভি লাইট-সহ আরও উন্নতমানের গরম বাতাস নিষ্কাশন এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে ৷ এমনকি ট্রেনের শীতাতপ ব্যবস্থা স্ব-নিয়ন্ত্রিত ৷ আবহাওয়া এবং ভিতরে যাত্রী সংখ্যার উপর নির্ভর করে নিজে থেকেই ট্রেনের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে শীতাতপ যন্ত্র ৷ আজ বেলা 2টো 15 মিনিটে বারাণসী থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে দিল্লির উদ্দেশ্যে ৷

তবে, দিল্লি ও বারাণসীর মধ্যে চালু হওয়া দ্বিতীয় বন্দে ভারতের সময় বারাণসী স্টেশন থেকে সকাল 6টায় নির্ধারণ করা হয়েছে ৷ সপ্তাহের ছ’দিন দ্বিতীয় এই বন্দে ভারতের বারাণসী স্টেশন থেকে ছাড়বে ৷ আর ট্রেনটি দিল্লিতে পৌঁছাবে বেলা 2টো 5 মিনিটে ৷ আবার 55 মিনিট পর বিকেল 3টের সময় ওই ট্রেনটি দিল্লি থেকে রওনা দিয়ে রাত 11টা 5 মিনিটে বারাণসী পৌঁছাবে ৷ আর বর্তমানে দিল্লি-বারাণসী যে বন্দে ভারত ট্রেনটি চলছে, সেটি সকাল 6টায় দিল্লি থেকে ছাড়ে ৷ আর বেলা 2টোর সময় গন্তব্যে পৌঁছায় ৷ আর বারাণসী থেকে বিকেল 3টের সময় ছেড়ে রাত 11টায় দিল্লি পৌঁছায় ট্রেনটি ৷ উল্লেখ্য, অত্যাধুনিক ব্যবস্থা-সহ গেরুয়া বন্দে ভারত প্রথম চালানো হয় কেরলের কাসাগোদ থেকে তিরুঅনন্তপুরম পর্যন্ত ৷

আরও পড়ুন:

  1. আসানসোল-পুরী বন্দে ভারত! ভুয়ো খবর বলে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ রেলের
  2. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী
  3. শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা?
Last Updated : Dec 18, 2023, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details