গান্ধিনগর, 12 মে: পড়ুয়াদের পাঠ্যবই নির্ভর পড়াশোনা থেকে বের করে নিয়ে আসবে জাতীয় শিক্ষানীতি ৷ শুক্রবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন গুজরাতের গান্ধিনগরে 29তম দ্বিবার্ষিক শিক্ষা সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘আগে আমরা পড়ুয়াদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা (কিতাবি জ্ঞান) দিতাম ৷ কিন্তু নতুন শিক্ষানীতি আসার পর সেই পরিস্থিতি একেবারে বদলে যাবে ৷’’
এ দিনের ওই সম্মেলনে সারা দেশের শিক্ষকরা উপস্থিত হয়েছিলেন ৷ সম্মেলনের আয়োজক অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ৷ সেখানে জাতীয় শিক্ষানীতি ব্য়বহারিক শিক্ষার উপর জোর দিয়েছে বলে প্রধানমন্ত্রী দাবি করেন ৷ তিনি বলেন, ‘‘এই ধরনের শিক্ষাব্যবস্থা জাতীয় শিক্ষানীতির কেন্দ্রে রয়েছে এবং এখন এই ব্যবস্থাকে মাটিতে বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদের ৷’’ পাশাপাশি তিনি জানান, গুগল থেকে তো তথ্য ও পরিসংখ্যান পাওয়া যেতে পারে ৷ কিন্তু শিক্ষকরা তো পড়ুয়াদের কাছে মেন্টর ৷ সেটা গুগলে পাওয়া যাবে না ৷
এ দিন ভাষণ দেওয়ার সময় নিজের ছাত্রাবস্থার কথা তুলে ধরেন ৷ তিনি জানান যে কীভাবে তাঁর স্কুলের একজন শিক্ষক তাঁকে ও অন্যান্য ছাত্রদের শস্য ব্যবহার করে সংখ্যা সম্পর্কে শিক্ষা দিতেন ৷ তার পরই জাতীয় শিক্ষানীতিতে বদলের কথা বলেন ৷ প্রাথমিকে শিশুদের শিক্ষাগ্রহণ মাতৃভাষাতে হওয়া উচিত বলেও তিনি সওয়াল করেন ৷ জানান, শিক্ষানীতিতে এই বিষয়টির উপরও জোর দেওয়া হয়েছে ৷ তাঁর মতে, স্থানীয় ভাষাকে গুরুত্ব দিলে গ্রামের ছেলে-মেয়েরাও সহজেই শিক্ষক-শিক্ষিকা হওয়ার স্বপ্নপূরণ করতে পারবে ৷