পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UNESCO Durga Puja : দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী - PM Narendra Modi is happy for UNESCO heritage status to durga puja

দুর্গাপুজো ইউনেসকো স্বীকৃতি পাওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi is happy for UNESCO heritage status to durga puja ) ৷

UNESCO Durga Puja
দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী

By

Published : Dec 15, 2021, 9:46 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর :বুধবারই দুর্গাপুজোকে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি পাওয়া খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi is happy for UNESCO heritage status to durga puja ) ৷ এদিন বিষয়টি নিয়ে ইংরাজি ও বাংলায় পরপর দুটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷

একটি টুইটে বাংলায় তিনি লেখেন, "প্রত্যেক ভারতবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় ! দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে ৷ আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত ৷ "

আরও পড়ুন : জগৎসভায় শ্রেষ্ঠ, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র

দুর্গাপুজোর এই আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দুর্গাপুজো ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে । এটা জেনে খুব ভাল লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত ।"

বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ টুইটে তিনি লিখেছেন, "সকল বাঙালি-সহ প্রত‍্যেক ভারতীয়র জন্য গর্বের ও আনন্দের দিন । আমাদের দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত..."

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details