নয়াদিল্লি, 15 ডিসেম্বর :বুধবারই দুর্গাপুজোকে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি পাওয়া খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi is happy for UNESCO heritage status to durga puja ) ৷ এদিন বিষয়টি নিয়ে ইংরাজি ও বাংলায় পরপর দুটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷
একটি টুইটে বাংলায় তিনি লেখেন, "প্রত্যেক ভারতবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় ! দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যের শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে ৷ আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিত ৷ "
আরও পড়ুন : জগৎসভায় শ্রেষ্ঠ, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেসকো'র
দুর্গাপুজোর এই আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দুর্গাপুজো ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে । এটা জেনে খুব ভাল লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত ।"
বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ টুইটে তিনি লিখেছেন, "সকল বাঙালি-সহ প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের ও আনন্দের দিন । আমাদের দুর্গাপুজো আজ বিশ্ব বন্দিত..."