পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi : দেশের লুটেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির - Prime Minister Narendra Modi

বুধবার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ও সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশনের একটি যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

pm narendra modi says govt-will-crack-whip-against-those-who-cheat-country-loot-poor
Narendra Modi : দেশের লুঠেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির

By

Published : Oct 20, 2021, 3:19 PM IST

নয়াদিল্লি, 20 অক্টোবর : দেশকে ও দেশের গরিব মানুষকে যাঁরা লুটছেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না ৷ বুধবার এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ অভিযুক্তরা যতই ক্ষমতাবান হলেও ছাড় পাবে না বলে তিনি জানিয়েছেন ৷ এদিন তিনি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি (CVC) ও সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের (CBI) একটি যৌথ সম্মেলনে বক্তৃতা করেন ৷ সেখানেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন :Kushinagar Int. Airport : নির্বাচনের আগে বিমানবন্দর পেল যোগী-রাজ্য, উদ্বোধন প্রধানমন্ত্রীর

তিনি জানান, ছোট হোক বা বড়, যে কোনও ধরনের দুর্নীতিই সাধারণ মানুষের অধিকার খর্ব করে ৷ এতে দেশের অগ্রগতিও ক্ষতিগ্রস্ত হয় ৷ এতে সামগ্রিকভাবে দেশের শক্তিতেও আঘাত লাগে ৷ তাই তিনি দেশবাসীকে আশ্বত করে জানিয়েছেন যে যাঁরা দেশকে ও দেশের গরিবদের লুটছেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে সরকারি যোজনাগুলিও এখন অনেক বেশি স্বচ্ছতার সঙ্গে করা হয় ৷ এখন দুর্নীতি হয় না ৷ আর কোনও মধ্যসত্ত্বভোগীও নেই ৷ আর সেটা দেখে সরকারি যোজনার উপর দেশবাসীর বিশ্বাস ক্রমশ বাড়ছে ৷ একই সঙ্গে দুর্নীতিগ্রস্তদেরও যে সরকার ছাড়বে না, সেটাও মানুষ ক্রমশ বুঝতে শুরু করেছে ৷

আরও পড়ুন :Narendra Modi : মোদি ভারতের জেমস বন্ড, কটাক্ষ তৃণমূলের ডেরেকের

প্রধানমন্ত্রীর কথায়, নতুন ভারত কোনও ভাবেই দুর্নীতি সহ্য করবে না ৷ তারা সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা চায়, কার্যকরী পদ্ধতি এবং মসৃণ প্রশাসন চায় ৷

ABOUT THE AUTHOR

...view details