পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mulayam Singh Yadav: 'গণতন্ত্রের সৈনিক' মুলায়ম সিং যাদবকে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর - মুলায়ম সিং যাদবকে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

82 বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (Samajwadi party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav Passed Away) ৷ তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ মুলায়ম সিং যাদবকে নিয়ে এদিন বেশ কিছু টুইট করেন মোদি ৷

PM Narendra Modi pays homage to Mulayam Singh Yadav
PM Narendra Modi pays homage to Mulayam Singh Yadav

By

Published : Oct 10, 2022, 11:19 AM IST

Updated : Oct 10, 2022, 11:42 AM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর:আজ সকালে প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (Samajwadi party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav Passed Away ) ৷ প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi pays homage to Mulayam Singh Yadav) ৷ সোমবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নম্র এবং জননেতা বলার পাশাপাশি জরুরি অবস্থার সময় গণতন্ত্রের মূল সৈনিক বলেও অভিহিত করেন মোদি । মুলায়ম সিং যাদবকে নিয়ে এ দিন একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী (Modi Tweets) ৷

মোদি টুইটে লেখেন, "মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজনীতিতে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছেন । দেশের জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন । প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি শক্তিশালী ভারতের জন্য কাজ করেছিলেন । তাঁর সংসদীয় দৃষ্টিভঙ্গি তুখড় ছিল ৷ তাঁর সময় জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছিল ৷"

মোদি অপর একটি টুইটে লেখেন, "মুলায়ম সিং যাদব একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন । তিনি একজন নম্র এবং গ্রাউন্ডেড নেতা হিসাবে ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন ৷ যিনি জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল ছিলেন । তিনি অধ্যাবসায়ের সঙ্গে মানুষের সেবা করেছিলেন এবং লোকনায়ক জেপি এবং ড. লোহিয়ার আদর্শকে জনপ্রিয় করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ৷"

আরও পড়ুন:প্রয়াত মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল 82 বছর

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, "আমি সবসময় মুলায়ম সিং যাদবের সঙ্গে আলাপচারিতা করতে এবং তাঁর মতামত শোনার জন্য উন্মুখ হয়ে থাকতাম । আমরা যখন আমাদের নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করি, তখন মুলায়ম সিং যাদবের সঙ্গে আমার অনেক যোগাযোগ ছিল । সেসময় আমাদের ঘনিষ্ঠতা অব্যাহত ছিল এবং আমি সর্বদা তাঁর মতামত শোনার জন্য উন্মুখ হয়ে থাকতাম । তাঁর মৃত্যু আমাকে কষ্ট দিয়েছে (Mulayam Singh Yadav Death) । তাঁর পরিবার এবং লক্ষাধিক সমর্থকদের প্রতি সমবেদনা রয়েছে আমার । ওম শান্তি ৷"

Last Updated : Oct 10, 2022, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details