নয়াদিল্লি, 10 অক্টোবর:আজ সকালে প্রয়াত হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (Samajwadi party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav Passed Away ) ৷ প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi pays homage to Mulayam Singh Yadav) ৷ সোমবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নম্র এবং জননেতা বলার পাশাপাশি জরুরি অবস্থার সময় গণতন্ত্রের মূল সৈনিক বলেও অভিহিত করেন মোদি । মুলায়ম সিং যাদবকে নিয়ে এ দিন একাধিক টুইট করেন প্রধানমন্ত্রী (Modi Tweets) ৷
মোদি টুইটে লেখেন, "মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজনীতিতে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছেন । দেশের জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন । প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তিনি শক্তিশালী ভারতের জন্য কাজ করেছিলেন । তাঁর সংসদীয় দৃষ্টিভঙ্গি তুখড় ছিল ৷ তাঁর সময় জাতীয় স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছিল ৷"