পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi Flags Off Namo Bharat: দিল্লি টু মিরাট, দেশের প্রথম 'নমো ভারত' পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - শাহিবাবাদ ও দুহাই

শৈশবে প্ল্যাটফর্মে থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার উত্তরপ্রদেশের শাহিবাবাদ স্টেশনে 'নমো ভারত' ট্রেনের উদ্বোধন করে এই কথা মনে করলেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 4:16 PM IST

Updated : Oct 20, 2023, 7:23 PM IST

নয়াদিল্লি, 20 অক্টোবর: দেশের প্রথম সেমি-হাই-স্পিড রেল পরিষেবা 'নমোভারত'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার তিনি শাহিবাবাদ স্টেশনে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট ব়্যাপিডএক্স করিডোরের সূচনা করেন ৷ এর সঙ্গে শাহিবাবাদ থেকে দুহাই ডিপো পর্যন্ত ট্রেনেরও উদ্বোধন করেন ৷ 21 অক্টোবর থেকে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা ৷ উদ্বোধনী অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীকে ব়্যাপিডএক্স ট্রেনেও সওয়ার হতে দেখা গেল ৷

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সকাল 11.15 মিনিটে উত্তরপ্রদেশের শাহিবাবাদ ব়্যাপিডএক্স স্টেশনে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট রিজিওনাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস) করিডোরের উদ্বোধন করেন ৷ করিডোরের উদ্বোধনের পাশাপাশি শাহিবাবাদ এবং দুহাই সংযোগকারী ট্রেনের সূচনা করেন তিনি ৷ শাহিবাবাদ ও দুহাইয়ের মধ্যে পাঁচটি স্টেশন আছে- শাহিবাবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো ৷ তিনি বলেন, "পুরো দেশের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ৷ আজ ভারতের প্রথম ব়্যাপিড রেল সার্ভিস- নমো ভারতের যাত্রা শুরু হল ৷"

নমো ভারত প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, "এই নতুন ট্রেনের (নমো ভারত) চালক থেকে পুরো পরিষেবায় মহিলারা রয়েছেন ৷ দেশের মহিলাদের ক্ষমতায়নের এটাই প্রমাণ ৷" এই দিল্লি-মিরাট গাজিয়াবাদ করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2019 সালের 8 মার্চ ৷ এর ফলে দিল্লি থেকে মিরাট যাতায়াতে এক ঘণ্টারও কম সময় লাগবে ৷ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিল ৷ কয়েকজন পড়ুয়া ট্রেনেই ছিল ৷ প্রধানমন্ত্রী ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কেটে ট্রেনে ওঠেন ৷ তাঁকে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় ৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "এই অত্যাধুনিক ট্রেনে যাতায়াত করার সুযোগ হয়েছে ৷ ছোটবেলায় আমি প্ল্যাটফর্মে থাকতাম ৷ তাই আজ এই নতুন ধরনের প্ল্যাটফর্ম দেখে আমার খুব আনন্দ হচ্ছে ৷ এই অভিজ্ঞতা অবর্ণনীয় ৷ নবরাত্রিতে সাধারণত ভালো কাজকর্ম করার একটা রীতি চলে আসছে ৷ আজ নমো ভারত ট্রেন মা কাত্যায়নির আশীর্বাদ পেল ৷"

আরও পড়ুন: মধ্যপ্রদেশবাসীর জন্য আবেগভরা ‘খোলা চিঠি’ প্রধানমন্ত্রী মোদির

Last Updated : Oct 20, 2023, 7:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details